শিরোনাম
◈ কলম্বাস ওহাইওতে ৬ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস ◈ ফেরারি আসামিকে অযোগ্য ঘোষণা সহ একাধিক সংস্কার প্রস্তাব ◈ গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার ◈ বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন ◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুপির দর সর্বনিম্ন

ট্রাম্পের শুল্কে টালমাটাল ভারতের অর্থনীতি

সোমবার লেনদেনের এক পর্যায়ে রুপি রেকর্ড সর্বনিম্ন ৮৮ দশমিক ৩৩-এ নেমে যায়, যদিও দিনের শেষে সামান্য ঘুরে দাঁড়িয়ে ৮৮ দশমিক ১০-এ স্থির হয়।

ভারতীয় পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৫০ শতাংশ শুল্কের আঘাতে টালমাটাল হয়ে উঠেছে ভারতের অর্থনীতি। নিজেদের বৃহত্তম রফতানি বাজার হুমকির মুখে পড়ায় তার প্রভাব পড়েছে ভারতের মুদ্রা ও শেয়ারবাজার উভয়ের ওপরই। এরই মধ্যে রেকর্ড সর্বনি¤œ পর্যায়ে নেমে গেছে ভারতীয় রুপির দর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর আরো ছয় পয়সা কমে দাঁড়ায় ৮৮ দশমিক ১৬ রুপিতে। ধারাবাহিকভাবে বৈদেশিক তহবিলের বহিঃপ্রবাহ এবং ডলারের চাহিদা বৃদ্ধির কারণে রুপির ওপর চাপ বেড়েছে। দ্য হিন্দু।

ফরেক্স ব্যবসায়ীরা জানান, সোমবার লেনদেনের এক পর্যায়ে রুপি রেকর্ড সর্বনি¤œ ৮৮ দশমিক ৩৩-এ নেমে যায়, যদিও দিনের শেষে সামান্য ঘুরে দাঁড়িয়ে ৮৮ দশমিক ১০-এ স্থির হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক আরোপ ভারতীয় রফতানির প্রতিযোগিতামূলক শক্তি ক্ষতিগ্রস্ত করছে। এর প্রভাব মুদ্রা ও শেয়ারবাজার দুটোর ওপরই পড়ছে। গত তিন সেশনে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলার তুলে নিয়েছেন।

সিআর ফরেক্স অ্যাডভাইজর্সের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবাড়ি বলেন, এ ধরনের ব্যাপক বহিঃপ্রবাহ শুধু রুপিকে চাপে ফেলছে না, বরং স্বল্পমেয়াদি বিনিয়োগ প্রবণতাকেও সন্দেহের মুখে ঠেলে দিচ্ছে।


তিনি আরো জানান, রুপির জন্য ৮৮ দশমিক ৫০ একটি বড় প্রতিরোধসীমা, আর ৮৭ দশমিক ৫০ সমর্থন সীমা হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা কাটতে না পারায় ঝুঁকি এখনো নি¤œমুখী।

অন্যদিকে, ডলারের সূচক ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৮৪-তে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.৪৪ শতাংশ বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৪৫ ডলার।

এদিন ভারতের শেয়ারবাজারে অবশ্য কিছুটা উত্থান দেখা গেছে। দিনের শুরুতে সেনসেক্স বেড়েছে ২০৭ দশমিক ৪৫ পয়েন্ট, দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৭১ দশমিক ৯৪-তে। নিফটির সূচক ৬০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ২৪ হাজার ৬৮৫ দশমিক ৮৫-এ পৌঁছেছে। তবে এক্সচেঞ্জ তথ্যানুযায়ী, সোমবার বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এক হাজার ৪২৯ দশমিক ৭১ কোটি রুপির শেয়ার বিক্রি করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। তবে তার মতে, এ সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, যা ভারতের বহু বছর আগে নেয়া উচিত ছিল।

সোমবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লেখেন, ওরা এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু সময় ফুরিয়ে আসছে। অনেক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন ধরে ‘একতরফা বিপর্যয়’ ছাড়া আর কিছুই নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়