শিরোনাম
◈ কলম্বাস ওহাইওতে ৬ সেপ্টেম্বর থেকে ভ্রাম্যমান দূতাবাস সেবা প্রদান করবে বাংলাদেশ দূতাবাস ◈ ফেরারি আসামিকে অযোগ্য ঘোষণা সহ একাধিক সংস্কার প্রস্তাব ◈ গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার ◈ বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন ◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন

আইডিবি-বিআইএসইডব্লিউ তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে। নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরাও এই প্রোগ্রামের আওতায় বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আইটি খাতের বর্তমান চাকরির বাজারের চাহিদা বিবেচনায় এই কোর্সগুলো পরিচালনা করছে আইডিবি-বিআইএসইডব্লিউ। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, কোর্স শেষ করা প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে দেশ-বিদেশে কর্মরত আছেন।

কোর্স ও সুযোগ-সুবিধা

প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৯ বছর ধরে এই প্রোগ্রাম পরিচালনা করছে। এখন পর্যন্ত ১৭ হাজার ২৭৬ জন আইটি প্রফেশনাল তৈরি হয়েছে, যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।

প্রোগ্রামের আওতায় ১৩টি আইটি কোর্সে স্কলারশিপ প্রদান করা হবে।
প্রতি রাউন্ডে আসনসংখ্যা ১৬৫টি।

প্রশিক্ষণ কোর্সটির বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা, যা প্রার্থীরা একেবারে বিনামূল্যে পাবেন।
কোর্স সফলভাবে সম্পন্নকারীদের জন্য রয়েছে চাকরির সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সম্ভাবনা।

যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, ফাজিল, মাস্টার্স, কামিল পাস অথবা মাস্টার্স/কামিলে অধ্যয়নতরত হতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।

এছাড়া আগের কোনো রাউন্ডে অংশগ্রহণকারী প্রার্থীরা নতুন করে আবেদন করতে পারবেন না। ডিপ্লোমাধারীদের জন্য কোর্সগুলো কেবল ঢাকাতেই অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। গণিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আইডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তির বিস্তারিত তথ্য ও  আবেদন করা যাবে অনলাইনে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়