শিরোনাম
◈ ফেরারি আসামিকে অযোগ্য ঘোষণা সহ একাধিক সংস্কার প্রস্তাব ◈ গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার ◈ বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন ◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ভাগ্য ফিরল বাংলাদেশীর, ২০ বছরের চেষ্টায় জিতলেন ৫০ লাখ টাকা

দীর্ঘ দুই দশকের অধ্যাবসায় অবশেষে কপাল খুলল বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ চৌধুরীর। আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের সাপ্তাহিক ড্র-তে তিনি জিতে নিয়েছেন দেড় লাখ দিরহাম, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান। চলতি মাসে তিনিই প্রথম অ-ভারতীয় প্রবাসী, যিনি এই পুরস্কার জিতলেন।

প্রায় ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন ৪১ বছর বয়সী মোহাম্মদ চৌধুরী। একজন গৃহকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একটি ছোট ব্যবসাও পরিচালনা করেন। প্রায় ১২ বছর ধরে তিনি নিয়মিত বিগ টিকিটের লটারিতে অংশ নিচ্ছেন। তার বিজয়ী টিকিট নম্বরটি ছিল ২১৭৪৩৭।

বিগ টিকিটের শো-হোস্ট রিচার্ড যখন ফোন করে তাকে এই সুখবর দেন, চৌধুরী প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। বিস্ময় ও আনন্দে তিনি বলেন, "সত্যি! আমি বিশ্বাস করতে পারছি না। এটা বিশাল একটা অঙ্ক। আমি খুবই আনন্দিত।"

এই জয়ের পেছনের গল্পটিও বেশ চমকপ্রদ। চৌধুরী জানান, তিনি কয়েকজন বন্ধুর সাথে দলবদ্ধভাবে টিকিট কেনেন। এবারের ড্রয়ের জন্য '২টি কিনুন, ৪টি বিনামূল্যে পান' অফারের অধীনে টিকিট কিনেছিলেন। আর ভাগ্যক্রমে, যে টিকিটটি জিতেছে, সেটি ছিল বিনামূল্যের টিকিটগুলোর একটি।

এই অনুভূতিকে ‘ব্যাখ্যাতীত’ উল্লেখ করে চৌধুরী বলেন, "এখন আমার পরিকল্পনা হলো পুরস্কারের টাকা আমার ১০ জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া। তারপর আমার অংশ দিয়ে কী করব, সেই সিদ্ধান্ত নেব।" তিনি তার ব্যবসা সম্প্রসারণের কথাও ভাবছেন।

তবে এখানেই থেমে নেই চৌধুরীর স্বপ্ন। তার টিকিটটি এখনও ৩ জুলাই অনুষ্ঠিতব্য ২ কোটি ৫০ লাখ দিরহামের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) গ্র্যান্ড প্রাইজের জন্য প্রতিযোগিতায় টিকে আছে। তিনি এখন সেই জ্যাকপটের দিকেই তাকিয়ে আছেন এবং আস্থা প্রকাশ করে বলেন, "বিগ টিকিট সত্যিই মানুষের স্বপ্ন পূরণে সাহায্য করে। আমি রিচার্ডের আরেকটি কলের অপেক্ষায় থাকব।"
সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়