শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৮:২১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কানাডায় দোয়া মাহফিল 

কানাডা আলবার্টা প্রভিন্স বিএনপি

কানাডা প্রতিনিধি: বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনস সভা করেছে কানাডা আলবার্টা প্রভিন্স বিএনপি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ মে) আলবার্টা প্রভিন্সের ক্যালগেরি শহরের বাংলাদেশ সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলবার্টা প্রভিন্স বিএনপির সভাপতি প্রকৌশলী জাহিদ খান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর মৃধা। 

এসময় আলমগীর মৃধা বলেন, জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে আলবার্টা বিএনপিকে অতীতের ন্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  ডাকে সাড়া দিয়ে চলমান আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। 

এতে প্রধান বক্তা ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সরকার এম শাহীন। স্বাগত বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদ হোসেন।

সভাপতির বক্তব্যে জাহিদ খান সবুজ বলেন, শহীদ জিয়াউর রহমান বারবার দেশের ক্রান্তিলগ্নে ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন। 

আরও বক্তব্য রাখেন, আলবার্টা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান ইলিয়াস, আলবার্টা বিএনপির সহ সভাপতি কৃষিবিদ মোহাম্মদ খলিলুর রহমান শম্পা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম মিশন, রাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক ফজলে দারাইন প্রমুখ। 
 
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মোহাম্মদ রশিদ রিপন।  কোরআন থেকে তেলাওয়াত করেন মসিহউজ্জামান রোমেল। মোনাজাত পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ফজলে দারাইন।

এসএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়