শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শনীর উদ্বোধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

কূটনৈতিক প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার একটি স্থানীয় হোটেলে ‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শনীর উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন বিজনেস ইউনিটি, সাউথ আফ্রিকা, বুসা এবং ব্ল্যাক বিজনেস কাউন্সিল, সাউথ আফ্রিকার সঙ্গে যৌথভাবে এ ছাড়াও প্রদর্শনী আয়োজন করেছে ।

দক্ষিণ আফ্রিকার সরকারি কর্মকর্তা, চেম্বারের প্রতিনিধি, ব্যবসায়ী ব্যক্তিত্ব এবং প্রিটোরিয়ায় অবস্থিত রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে যোগ দেন। তারা প্রদর্শনীতে বাংলাদেশের পাট, সিরামিক, বস্ত্র, চামড়া, খাদ্যপণ্য এবং হস্তশিল্পের ভূয়সী প্রশংসা করেন।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ অগ্রযাত্রার কথা তুলে ধরেন এবং  বিভিন্ন উদীয়মান শিল্প খাতের উল্লেখ করেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের সঙ্গে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার, দক্ষিণ আফ্রিকার চেম্বার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি তার বক্তব্যে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও ঐতিহ্যবাহী বন্ধনের কথা উল্লেখ করেন। পাশপাশি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব এবং ভিশন ২০৪১ অর্জনে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশী ব্যবসায়ীদের দক্ষিণ আফ্রিকার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

টিআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়