শিরোনাম
◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের ◈ বিলাসবহুল রিসোর্টেও সুনসান নীরবতা, বিদেশি পর্যটকের অপেক্ষায় উত্তর কোরিয়া ◈ যশোরে অভিযানে যাওয়া সিআইডির ৪ সদস্যের ওপর হামলা ◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৮ জুন, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতে ভাগ্য ফিরল বাংলাদেশীর, ২০ বছরের চেষ্টায় জিতলেন ৫০ লাখ টাকা

দীর্ঘ দুই দশকের অধ্যাবসায় অবশেষে কপাল খুলল বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ চৌধুরীর। আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিটের সাপ্তাহিক ড্র-তে তিনি জিতে নিয়েছেন দেড় লাখ দিরহাম, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান। চলতি মাসে তিনিই প্রথম অ-ভারতীয় প্রবাসী, যিনি এই পুরস্কার জিতলেন।

প্রায় ২০ বছর ধরে আবুধাবিতে বসবাস করছেন ৪১ বছর বয়সী মোহাম্মদ চৌধুরী। একজন গৃহকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একটি ছোট ব্যবসাও পরিচালনা করেন। প্রায় ১২ বছর ধরে তিনি নিয়মিত বিগ টিকিটের লটারিতে অংশ নিচ্ছেন। তার বিজয়ী টিকিট নম্বরটি ছিল ২১৭৪৩৭।

বিগ টিকিটের শো-হোস্ট রিচার্ড যখন ফোন করে তাকে এই সুখবর দেন, চৌধুরী প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। বিস্ময় ও আনন্দে তিনি বলেন, "সত্যি! আমি বিশ্বাস করতে পারছি না। এটা বিশাল একটা অঙ্ক। আমি খুবই আনন্দিত।"

এই জয়ের পেছনের গল্পটিও বেশ চমকপ্রদ। চৌধুরী জানান, তিনি কয়েকজন বন্ধুর সাথে দলবদ্ধভাবে টিকিট কেনেন। এবারের ড্রয়ের জন্য '২টি কিনুন, ৪টি বিনামূল্যে পান' অফারের অধীনে টিকিট কিনেছিলেন। আর ভাগ্যক্রমে, যে টিকিটটি জিতেছে, সেটি ছিল বিনামূল্যের টিকিটগুলোর একটি।

এই অনুভূতিকে ‘ব্যাখ্যাতীত’ উল্লেখ করে চৌধুরী বলেন, "এখন আমার পরিকল্পনা হলো পুরস্কারের টাকা আমার ১০ জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া। তারপর আমার অংশ দিয়ে কী করব, সেই সিদ্ধান্ত নেব।" তিনি তার ব্যবসা সম্প্রসারণের কথাও ভাবছেন।

তবে এখানেই থেমে নেই চৌধুরীর স্বপ্ন। তার টিকিটটি এখনও ৩ জুলাই অনুষ্ঠিতব্য ২ কোটি ৫০ লাখ দিরহামের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা) গ্র্যান্ড প্রাইজের জন্য প্রতিযোগিতায় টিকে আছে। তিনি এখন সেই জ্যাকপটের দিকেই তাকিয়ে আছেন এবং আস্থা প্রকাশ করে বলেন, "বিগ টিকিট সত্যিই মানুষের স্বপ্ন পূরণে সাহায্য করে। আমি রিচার্ডের আরেকটি কলের অপেক্ষায় থাকব।"
সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়