শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৯ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক শিক্ষিকার সঙ্গে দুই ছাত্রের অবৈধ সম্পর্ক, অতঃপর যা ঘটল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওয়াল টাউনশিপ হাই স্কুলের এক সাবেক শিক্ষিকা তার ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি দু’জন ছাত্রকে তার সঙ্গে শয্যাসঙ্গী করেছেন। বিষয়টি ফাঁস হওয়ার পর তাকে স্কুল থেকে বাদ দেয়া হয়েছে। তিনি আদালতে দায় স্বীকার করেছেন।

এ খবর দিয়েছে অনলাইন নিউ জার্সি। অভিযোগে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী জুলি রিজিতেলো ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বেলমার, ব্রিক এবং ওয়াল এলাকায় দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। দোষ স্বীকারের পর প্রসিকিউটররা জানিয়েছেন, রিজিতেলোকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। পাশাপাশি তাকে যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত হতে হবে, আজীবন প্যারোলে থাকতে হবে এবং স্থায়ীভাবে কোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা থাকবে। ২০২৬ সালে এ মামলার রায় ঘোষণা করা হবে। 

মনমাউথ কাউন্টির প্রসিকিউটর রোমন্ড এস. সান্তিয়াগো মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানান, নিউ জার্সির ব্রিক টাউনশিপের বাসিন্দা রিজিতেলো আদালতে আলাদা দু’জন শিক্ষার্থীর সঙ্গে যৌন সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। মনমাউথ কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারপতি জিল জি. ও’ম্যালির সামনে তিনি দ্বিতীয়-ডিগ্রির দুটি যৌন নিপীড়নের অভিযোগে দোষ স্বীকার করেন। রায়ের দিন ধার্য করা হয়েছে ২০২৬ সালের ৯ জানুয়ারি, শুক্রবার।

প্রসিকিউশন বলেছে, তাদের সুপারিশ হবে ১০ বছরের কারাদণ্ড, মেগানস ল’ অনুযায়ী যৌন অপরাধী হিসেবে নিবন্ধন, আজীবন প্যারোল পর্যবেক্ষণ, চিরতরে সরকারি চাকরি বা পদ থেকে অযোগ্য ঘোষণা। মনমাউথ কাউন্টি প্রসিকিউটর অফিসের স্পেশাল ভিকটিমস ব্যুরো এবং ওয়াল টাউনশিপ পুলিশ তদন্তে জানতে পারে, রিজিতেলো কয়েক বছরের মধ্যে আলাদা ভুক্তভোগীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়ান। 

ঘটনাগুলো ঘটে ব্রিক, ওয়াল ও বেলমার এলাকায়। তদন্তে সহায়তা করেছে ওশান কাউন্টি প্রসিকিউটর অফিস ও ব্রিক টাউনশিপ পুলিশ। ২০২৪ সালের ৩রা জুলাই ব্রিক টাউনশিপে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রথমে তার বিরুদ্ধে দুটি যৌন নিপীড়ন, সাক্ষী প্রভাবিত করার চেষ্টা এবং তিনটি যৌন অপরাধের অভিযোগ আনা হয়।

পরে ১৬ জুলাই আদালতে অতিরিক্ত যৌন নিপীড়ন ও সাক্ষী প্রভাবিত করার অভিযোগ আনা হয়। ২৩ জুলাই তাকে জামিনে মুক্তি দেয়া হয় শর্তসাপেক্ষে পর্যবেক্ষণের অধীনে। তদন্তে জানা যায়, ২০২৪ সালের ১৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত বেলমারে প্রথম ভুক্তভোগীর সঙ্গে রিজিতেলো যৌন সম্পর্কে লিপ্ত হন। পুলিশের নথিতে বলা হয়, এ সময়ে তাদের মধ্যে পুরোপুরি শারীরিক সম্পর্ক হয়। 

এর আগেই এপ্রিল মাস থেকে যৌন ঘনিষ্ঠতা শুরু হয়েছিল। অন্যদিকে, দ্বিতীয় ভুক্তভোগী মনমাউথ কাউন্টি প্রসিকিউটর অফিসের গোয়েন্দাকে জানান, ২০১৭ সালের ২৩ নভেম্বর থেকে ২০১৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত ব্রিক টাউনশিপে রিজিতেলোর বাসায় তারা যৌন সম্পর্কে জড়ান। প্রমাণ হিসেবে তিনি ছবি ও টেক্সট মেসেজ জমা দেন। ওয়াল টাউনশিপ পুলিশের প্রধান শন ও’হ্যালোরান বলেন, এই সাবেক শিক্ষিকার কর্মকাণ্ড ভুক্তভোগীদের পাশাপাশি পুরো স্কুল সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

যারা সাহস করে এগিয়ে এসেছেন তাদের আমরা সম্মান জানাই এবং এই মামলায় আমাদের অফিসার ও অংশীদার সংস্থার নিষ্ঠা প্রশংসনীয়। আমাদের তরুণদের সুরক্ষা দেয়া সর্বোচ্চ অগ্রাধিকার। মামলাটি পরিচালনা করছেন মনমাউথ কাউন্টির সহকারি প্রসিকিউটর কেরি-লেই শ্যাফার। আসামির আইনজীবী হিসেবে আছেন মিচ আনসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়