শিরোনাম
◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের ◈ বিলাসবহুল রিসোর্টেও সুনসান নীরবতা, বিদেশি পর্যটকের অপেক্ষায় উত্তর কোরিয়া ◈ যশোরে অভিযানে যাওয়া সিআইডির ৪ সদস্যের ওপর হামলা ◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

প্রকাশিত : ২৭ জুন, ২০২৫, ১০:১৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানেকটিকাটে বাক-এর নির্বাচন বয়কটের ঘোষণা সভাপতি প্রার্থী এনামুল আম্বিয়ার

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটির অন্যতম সংগঠন বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব কানেকটিকাট (বাক)-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন সভাপতি প্রার্থী এনামুল আম্বিয়া।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং নির্বাচন কমিশনের প্রতি নির্বাচন স্থগিতের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে এনামুল আম্বিয়ার লিখিত ইংরেজি বক্তব্য বাংলায় পড়ে শোনান মইনুল রহমান।

প্রধান অভিযোগসমূহ: গঠনতন্ত্র অনুযায়ী তিন সদস্যের নির্বাচন কমিশন থাকার কথা থাকলেও ১৩ এপ্রিল গঠন করা হয় পাঁচ সদস্যের একটি কমিশন।

নির্ধারিত ৭ সপ্তাহ আগে নির্বাচনের ঘোষণা দেওয়ার নিয়ম থাকলেও মাত্র ৩ সপ্তাহ আগে ঘোষণা দেওয়া হয়। ভোটার তালিকা সময়মতো প্রকাশ না করায় সব প্রার্থী সমান সুযোগ পাননি; এনামুল আম্বিয়া ভোটার তালিকা পান ১১ জুন, মনোনয়ন জমা দেওয়ার পর।

কমিশনার হাসান খালেদ দীপের স্ত্রী নির্বাচনে প্রার্থী হওয়ায় স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়েছে। একজন প্রার্থী গোপন ভোট সংক্রান্ত তথ্য অনলাইনে প্রকাশ করলেও অন্য প্রার্থীদের তা জানানো হয়নি।

ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে একটি প্রার্থীর ব্যক্তিগত মালিকানাধীন স্থানে – বাংলাদেশ প্লাজা, যা নিরপেক্ষতা লঙ্ঘনের শামিল।

৩৬ জন অর্থপ্রদত্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। প্রায় ২৬ হাজার ৭৭০ ডলার জমা হলেও তার কোনো ব্যাংক ডিপোজিট প্রমাণ দেওয়া হয়নি।

এনামুল আম্বিয়ার বক্তব্য: "আমি শুধু একজন প্রার্থী হিসেবে নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে কথা বলছি। এই প্রহসনের নির্বাচনের অংশ হয়ে আমি নির্বাচনকে বৈধতা দিতে পারি না। এটি গণতন্ত্রের অপমান।"

তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং আদালত শুনানির জন্য আগামী মাসের শেষ সপ্তাহে তারিখ নির্ধারণ করেছেন।

"এটি কোনো আত্মসমর্পণ নয়, এটি একটি প্রতিবাদ," বলেন এনামুল আম্বিয়া। "আমরা এমন একটি প্রক্রিয়া চাই যা ন্যায়, স্বচ্ছতা এবং জবাবদিহির প্রতিফলন ঘটাবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়