শিরোনাম
◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের ◈ বিলাসবহুল রিসোর্টেও সুনসান নীরবতা, বিদেশি পর্যটকের অপেক্ষায় উত্তর কোরিয়া ◈ যশোরে অভিযানে যাওয়া সিআইডির ৪ সদস্যের ওপর হামলা ◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

প্রকাশিত : ১৬ জুন, ২০২৫, ১২:২৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান , ১২ বাংলাদেশিসহ আটক ৯৯

মালয়েশিয়ায় ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান পরিচালনা করে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। এছাড়া আটক করা হয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও।

রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনী ১ এবং চীনা ১।

কুয়ালালামপুর, জোহর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের সহায়তায় পরিচালিত অভিযানে মোট ৩৬৯ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেমায়ান ইমিগ্রেশন ডিটেনশন ডিপো, বেরায় নিয়ে যাওয়া হয়েছে।

নুরসাফরিজা আরও জানান, অভিযানে কাগজপত্র পরীক্ষার সময় দেখা গেছে, আটক সবাই ওয়ার্ক পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধ করেছেন।

মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন বিভাগ আরও তদন্তের জন্য জড়িত বিনোদন কেন্দ্রের ছয় মালিক এবং তত্ত্বাবধায়ককে তলব করবে।

আটক সবার বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩) অনুসারে তদন্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়