শিরোনাম
◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের ◈ বিলাসবহুল রিসোর্টেও সুনসান নীরবতা, বিদেশি পর্যটকের অপেক্ষায় উত্তর কোরিয়া ◈ যশোরে অভিযানে যাওয়া সিআইডির ৪ সদস্যের ওপর হামলা ◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

প্রকাশিত : ০৫ জুন, ২০২৫, ১২:৪২ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিজনেস এলিট ৪০ আন্ডার ৪০’-এ জায়গা করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ কাদের

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বিজনেস এলিট ৪০ আন্ডার ৪০’ পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও স্বাস্থ্যখাতের সফল সংগঠক মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (২৯ মে) ফ্লোরিডার মিয়ামির ডব্লিউ সাউথ বিচ হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেওয়া হয়। মার্কিন প্ল্যাটফর্ম ‘বিজনেস এলিট ইউএসএ’ প্রতিবছর এমন ৪০ জন উদীয়মান নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে এই স্বীকৃতি দিয়ে থাকে, যারা নিজ নিজ ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছেন।

মোহাম্মদ কাদের বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক অল কাউন্টি হেলথ কেয়ার রেফারেল সার্ভিসেস অব নিউইয়র্ক-এর প্রেসিডেন্ট ও সিইও। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। নিউইয়র্ক রাজ্যের লাইসেন্সপ্রাপ্ত হোম হেলথকেয়ার স্টাফিং ও মেডিকেল ইকুইপমেন্ট বিতরণে তার প্রতিষ্ঠান একাধিক রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

ব্যক্তিগত জীবনেও সফল এই উদ্যোক্তা এর আগে ২০২১ সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি)’ স্বীকৃতি লাভ করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের মেট্রো নিউইয়র্ক চেম্বার অব কমার্সের বোর্ড মেম্বার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে মোহাম্মদ কাদের জানান, “এই স্বীকৃতিকে আমি শুধু আমার জন্য নয়, বরং আমার পরিবার, সহকর্মী এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য উৎসর্গ করছি। তাদের সহযোগিতা, অনুপ্রেরণা ও ভালোবাসাই আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।”

এ বছর পুরস্কারপ্রাপ্তদের তালিকায় যুক্তরাষ্ট্রের নামকরা ব্যবসায়ী, চিকিৎসক, প্রযুক্তি উদ্যোক্তা, মানবসম্পদ বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার পেশাজীবীরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়