শিরোনাম
◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের ◈ বিলাসবহুল রিসোর্টেও সুনসান নীরবতা, বিদেশি পর্যটকের অপেক্ষায় উত্তর কোরিয়া ◈ যশোরে অভিযানে যাওয়া সিআইডির ৪ সদস্যের ওপর হামলা ◈ ব্যান্ডেজে লেখা ‘হাড় নেই, মাথায় চাপ দিবেন না’, মামুনের মাথার খুলি ফ্রিজে ◈ নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকারের কড়াকড়ি ◈ ৩০০ সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪২ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ১৪৩৫ অভিবাসী আটক 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যৌথবাহিনীর অভিযানে এক হাজার ৪৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৪২ জন বাংলাদেশি রয়েছেন। আটককৃতদের অধিকাংশই পুসাত বন্দর উতারা এলাকার জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) রোহিঙ্গা কার্ডধারী।

শুক্রবার (৩০) দেশটির স্থানীয় গণমাধ্যম মালয় মেইলের এক  প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

মালয়েশিয়ান যৌথবাহিনী জেনারেল অপারেশনস ফোর্স (জিওপি) স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে, যা শেষ হয় শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬টায়। এসময় কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়িক কেন্দ্রসহ এবং দোকানপাটের প্রবেশপথ ও বাহির হওয়ার পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

যৌথ এই অভিযানে অংশ নেয় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৫৬০ জন কর্মকর্তা ও সদস্য।

বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগের (পিজিএ) উপ-পরিচালক দাতুক মোহাম্মদ সুজরিন মোহাম্মদ রোধি বলেন, বিশেষ করে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের অবৈধ প্রবেশ রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অভিবাসন আইন লঙ্ঘনকারী অপরাধীদের শনাক্ত করা। এর মধ্যে রয়েছে জাল শরণার্থী কার্ড ব্যবহার, অবৈধভাবে পরিচালিত ব্যবসা এবং ভাড়া করা বাসস্থানকে ঘিরে নানা অনিয়ম বন্ধ করা।

তিনি আরও বলেন, অভিযানে মোট ২২৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ভাড়া করা বিভিন্ন আবাসিক এলাকা থেকে ১ হাজার ২২২ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক, ১৪২ জন বাংলাদেশি, নয়জন ভারতীয়, চারজন ইন্দোনেশিয়ান ও একজন নেপালি নাগরিককে আটক করা হয়েছে। 

সুজরিন জানান, বৈধ ভ্রমণ নথিপত্র এবং প্রকৃত শরণার্থী কার্ডধারী বেশিরভাগ বিদেশীকে তাদের যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তী পদক্ষেপের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক অভিযোগ গঠন করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়