শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেনশন থেকে আইনি সহায়তা—প্রবাসীদের ১৯ দফা দাবি ঘোষিত

নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত প্রবাসীরা সরকারের কাছে ১৯ দফা দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদ মানববন্ধন ও সংবাদ সম্মেলনে দাবিগুলো তোলে ধরে।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুল হক মুন্না সভাপতিত্ব করেন এবং ১৯ দফা দাবি তোলে ধরেন করেন।

দাবিগুলো হলো

১. প্রতিটি প্রবাসীদের পেনশনের আওতায় আনতে হবে।

২. প্রবাসীর মৃত্যুর পর এককালীন অর্থ প্রদান করতে হবে।

৩. প্রবাসীর লাশ সরকারি খরচে তার পরিবারকে হস্তান্তর করতে হবে।

৪. প্রত্যেক প্রবাসীকে লাইফ ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদের জন্য পেনসন
স্কিম চালু করতে হবে, যাতে বৃদ্ধ বয়সে তাদের জীবনযাপন করা সহজ হয়।

৫. প্রত্যেক প্রবাসীকে আইনি সহায়তা ও নিরাপত্তা দিতে হবে। মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার সুযোগ করে দিতে হবে।

৬. প্রবাসী পাসপোর্ট নবায়ন হয়রারি বন্ধ করতে হবে।

৭. প্রবাসীদের জন্য দূতাবাসে সহায়তা জোরদার করতে হবে।

৮. দূতাবাসের মাধ্যমে সেই দেশের আইন অনুযায়ী তাৎক্ষণিক প্রবাসীদের সেবা প্রদান করতে হবে।

৯. প্রবাসী যে এজেন্সির মাধ্যমে বিদেশ গমন করিবে, চুক্তি অনুযায়ী চাকরি দিতে ব্যর্থ হলে তার ক্ষতি পূরণ দিতে হবে। প্রবাসীরা যদি কোনো এজেন্সির মাধ্যমে প্রতারিত হলে চুক্তি অনুযায়ী তার ও ক্ষতিপূরণ দিতে হবে।

১০. প্রবাসীকে সরকারি খরচে ও স্বল্প মুনাফা ব্যাংক ঋণ প্রদান সহ স্বাবলম্বী করতে সহায়তা করবে।

১১: প্রবাসীদের ভোটের অধিকার ও অনলাইনে ভোট প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

১২: প্রবাস থেকে আসার পর এয়ারপোর্টে হয়রানি, অপমান, লাঞ্ছিত শিকার হয়ে থাকে তা বন্ধ করতে হবে। কোন প্রবাসী ৫/১০ বছর ও তার প্রবাস করে আসার পর চোরাচালান বলে অভিযোগ হয়রানি বন্ধ করতে হবে।

১৩: প্রবাসীদের ভোটার আইডি কার্ড ও জন্ম নিবন্ধনের সংশোধনীয় সরকারি খরচে ও হয়রানি বন্ধ করতে হবে। সরকারি খরচের পাশাপাশি
সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্তৃক হয়রানি বন্ধ করতে হবে।

১৪: পেশা "প্রবাসী" প্রবাসীদের নথি ভুক্ত করতে হবে।

১৫: প্রবাসী নিয়োগ কর্মকর্তা দ্বারা প্রতারিত হলে দূতাবাসের মাধ্যমে আইনি সহায়তা প্রদান করতে হবে। বেশি ভাগ এম্বাসিযর কর্মকর্তা ও কর্মচারীদের দ্বারাই প্রতারিত হয়ে থাকে অনেক প্রবাসী।

১৬: অনেক প্রবাসীদের সম্পদ বেদখল হয়ে যাচ্ছে, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বেদখল হয়ে যাওয়া সম্পদ প্রবাসীদের কাছে ফিরিয়ে দিতে ও মিথ্যা মামলা হয়রানি অর্থ-আত্মসাৎ সহ নানান ষড়যন্ত্র শিকার হয়ে থাকে। সরকারের কাছে আবেদন খতিয়ে দেখা।

১৭: প্রবাসীদের পাসপোর্ট নবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্তৃক হয়রানি সহ রোহিঙ্গা ইস্যু দিয়ে পাসপোর্ট আটকিয়ে রাখা হয়রানি বন্ধ করতে হবে।

১৮: অনেক প্রবাসীর নামে মিথ্যা মামলা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারে ভূমিকা পালন করতে হবে।

১৯: দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রবাসীদের প্রতি  সহনশীল হতে হবে।

সমাবেশ উপস্থিত ছিলেন- গিয়াস উদ্দিন খোকন, হানিফ বাংলাদেশী, রকিবুর রহমান রিপন ,সুলতান মাহমুদ পলাশ, প্রবাসী তাহিদুল আলম, প্রবাসী সাহাব উদ্দিন, প্রবাসী মো রিপন।
দাবিগুলো প্রবাসীদের স্বার্থে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ জানান বাংলাদেশি প্রবাসী ও অভিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন সৈয়দ। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়