কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম): [২] প্রবাসী ব্যবসায়ী হিসেবে দেশে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর সম্মাননা হিসেবে বাংলাদেশ সরকার কর্তৃক রেমিট্যান্স এওয়ার্ড ২০২৩ লাভ করেছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহীম। তিনি দুবাইয়ের স্বনামধন্য জুয়েলারি ব্র্যান্ড এনআরআই জুয়েলারি এলএলসি'র অন্যতম কর্ণধার। তার বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের অভ্যারখীল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে আসছেন।
[৩] সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩। এতে পৃথিবীর অন্য দেশকে পেছনে ফেলে সর্বোচ্চ রেমিট্যান্সধারী হিসেবে সংযুক্ত আরব আমিরাতের ৮০ জন প্রবাসী বাংলাদেশিকে এই এওয়ার্ড দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রেমিট্যান্স এওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা দেওয়া হয়।
[৪] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, এমপি।
[৫] বিশেষ হিসেবে উপস্থিত অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দুবাই ও উত্তর আমিরাতের কনস্যোল জেনারেল বিএম জামাল হোসেন, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। বহির্বিশ্ব থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ মিশনের মাধ্যমে আরব আমিরাতের সেই সকল রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানিত করল বাংলাদেশ সরকার। দেশে টাকা পাঠানোর বৈধ চ্যানেলের তথ্য উপাত্তের ভিত্তিতে সম্মানিত বিচারকদের বিচার বিশ্লেষণে মোহাম্মদ ইব্রাহীমকে ‘রেমিট্যান্স এওয়ার্ড - ২০২৩’ এ ভূষিত করা হয়।
[৬] এবারের আয়োজনে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর স্বীকৃতি হিসেবে রেমিট্যান্স এওয়ার্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১২৬ জনকে সংবর্ধনা দেয়া হয়। এর মধ্যে রয়েছেন বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়নের সন্তান মোহাম্মদ ইব্রাহীম।
[৭] উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবারের মতো বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার জন্য দুবাই বাংলাদেশ কনস্যুলেট সাধারণ প্রবাসীদের রেমিট্যান্স এওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেন।
[৮] মোহাম্মদ ইব্রাহীম সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, রেমিট্যান্স যোদ্ধা হিসেবে যেন আজীবন দেশের সেবা করতে পারি, দেশের একজন সুনাগরিক হয়ে থাকতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি।
প্রতিনিধি/এনএইচ