শিরোনাম
◈ ফেরারি আসামিকে অযোগ্য ঘোষণা সহ একাধিক সংস্কার প্রস্তাব ◈ গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেন ঢাবি থেকে বহিষ্কার ◈ বিনামূল্যে ২ লাখ টাকার আইটি কোর্স, যেভাবে করবেন আবেদন ◈ ২৯ বছর বয়‌সে মহানার্যমান সিন্ধিয়া রাজ্য ক্রিকেটের সভাপতি! থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে ◈ জাবিতে ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, ২৮ বাস আটক ◈ সরকারি কর্মচারীদের পে-স্কেল ঘোষণা নিয়ে নতুন তথ্য ◈ বাবাকে নজরবন্দি, ভাইদের আটক: সৌদি রাজতন্ত্রে যেভাবে ক্ষমতাধর হয়ে ওঠেন মোহাম্মদ বিন সালমান! ◈ পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত অন্তত ১৩ ◈ বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ মালয়েশিয়ায় অভিবাসন-বিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অবৈধ অভিবাসী আটক

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫, ০২:৫৬ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলে গেল। 'বিগ টিকিট' (Big Ticket) নামের জনপ্রিয় র‍্যাফেল ড্র-তে তিনি জিতে নিয়েছেন ২৫ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকার সমান। এই বিশাল অংকের পুরস্কার জিতে তিনি রাতারাতি কোটিপতি বনে গেছেন।

বিজয়ীর পরিচয়: এই ভাগ্যবান বিজয়ীর নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতে বসবাসরত একজন প্রবাসী বাংলাদেশি।

বিস্তারিত ঘটনা:  গালফ নিউজ এবং খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবিতে সম্প্রতি অনুষ্ঠিত 'দ্য মাইটি ২৫ মিলিয়ন' ড্র-এর ২৬৫ সিরিজের গ্র্যান্ড প্রাইজের জন্য বেলালের টিকিটটি নির্বাচিত হয়। তার কেনা ০৬১০০৮০ নম্বরের টিকিটটিই তাকে এই বিশাল পুরস্কার এনে দিয়েছে। আয়োজকদের তথ্যমতে, বেলাল গত ২৪ জুন, ২০২৪ তারিখে অনলাইনে এই টিকিটটি কিনেছিলেন।

র‍্যাফেল ড্র-এর মঞ্চ থেকে সরাসরি বিজয়ীকে ফোন করেন শো-এর জনপ্রিয় উপস্থাপক রিচার্ড এবং বুশরা। তবে একাধিকবার চেষ্টা করেও বেলালের সঙ্গে তারা যোগাযোগ স্থাপন করতে পারেননি। তার ব্যবহৃত সংযুক্ত আরব আমিরাতের ফোন নম্বরটি সম্ভবত বন্ধ বা নেটওয়ার্কের বাইরে ছিল।

আয়োজকদের বক্তব্য: বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলালের সাথে যোগাযোগ করার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাবে। বিজয়ীর সঠিক তথ্য যাচাই করে তার হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে তারা নিশ্চিত করেছে।

বিগ টিকিট সম্পর্কে: বিগ টিকিট আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর ভিত্তিক একটি অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘদিনের পুরানো র‍্যাফেল ড্র। প্রতি মাসে লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে প্রবাসী কর্মীরা, এই ড্র-তে অংশ নিয়ে তাদের ভাগ্য পরীক্ষা করেন।

অন্যান্য বিজয়ী: এই ড্র-তে শুধুমাত্র বেলালই নন, আরও অনেকেই পুরস্কার জিতেছেন। তবে প্রধান এবং সর্বোচ্চ পুরস্কারটি বেলালের ভাগ্যেই জুটেছে।

উল্লেখ্য, এর আগেও অনেক প্রবাসী বাংলাদেশি বিগ টিকিটের সাপ্তাহিক ও অন্যান্য পুরস্কার জিতেছেন। গত মাসের সাপ্তাহিক ই-ড্র-তে মোহাম্মদ চৌধুরী নামের আরেক প্রবাসী বাংলাদেশি ১৫০,০০০ দিরহাম জিতেছিলেন।

বিগ টিকিটের এর আগের, অর্থাৎ ২৭৫ সিরিজের ড্র-তে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশিক সালেম আল ধাহেরি

এই ঘটনা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি করেছে।

সূত্র:

  • গালফ নিউজ (Gulf News)

  • খালিজ টাইমস (Khaleej Times)

  • বিগ টিকিটের প্রাতিষ্ঠানিক ঘোষণা (Official Big Ticket Announcement)

 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়