আমিনুল ইসলাম: [২] কাজী শাহেদ আহমেদ ছিলেন একজন প্রকৌশলী, সৈনিক, ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিবিদ এবং সংস্কৃতি-অনুরাগী মানুষ। তার যেমন ছিল উদ্যম, তেমনি ছিলেন সাহসী ও নির্ভীক এবং কাজের প্রতি ছিল একাগ্রতা। তার এই বহুবিধ গুণাবলীর কারণে মানুষের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।
[৩] শুক্রবার জাতীয় যাদুঘরে দৈনিক আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদের স্মরণে আয়োজিত এক নাগরিক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
[৪] অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাজী শাহেদ আহমেদের স্ত্রী ও জেমকন গ্রুপের চেয়ারম্যান আমিনা আহমেদ, জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি, জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদ, কাজী ইনাম আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যলয়ের ইমিরেটাস প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ইমরান আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জহিরুল আলম, কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, ঢাকা ট্রিবিউনের সম্পাদক ড. জাফর সোবহান, এমসিসিআই’র সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সাংবাদিক আনিস আলমগীর এবং জ ই মামুন।
[৫] সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি কাজী শাহেদ আহমেদকে মনে রাখবো। আরো যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কাজী শাহেদ আহমেদের অবদান কারো পক্ষে বাস্তবে ভোলা সম্ভব নয়। কারণ কাজী শাহেদ আহমেদের কোন না কোন না অবদানের সাথে সে মিশে আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে একত্রিত করে একটি বই আকারে বের করা দরকার।
[৬] সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, যে মানুষ দাগ রেখে যেতে পারে না তাকে কেউ স্মরণ করে না। যারা দাগ রেখে যেতে পারেন, তারা স্মরণীয় হয়ে উঠেন। কাজী শাহেদ আহমেদ তেমনই একজন মানুষ যাকে যিনি একাধারে বিভিন্ন ক্ষেত্রে তার মেধা ও প্রজ্ঞা ও সাহসিকতার স্বাক্ষর রেথে গেছেন।
[৭] তিনি আরো বলেন, খবরের কাগজ মাধ্যমে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্ভীক ভূমিকা পালন করেন। তারপর আজকের কাগজের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ করেন।
[৮] কাজী নাবিল আহমেদ বলেন, কাজী শাহেদ আহমেদ একজন উন্নত মানুষ ছিলেন। তিনি জীবনকে সুন্দরভাবে উপভোগ করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি তার অবদানের স্বাক্ষর রেখেছেন। তিনি বলতেন যখন যে কাজটি করবেন, তখন সে কাজটি মনোযোগ সহকারে শতভাগ করবে। যতক্ষণ না তা সম্পন্ন হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকবে। ফলাফল না আসা পর্যন্ত লেগে থাকবে। জয় পরাজয় থাকবেই। কিন্তু শেষ পর্যন্ত খেলতে হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এআই/এসবি/এনএইচ