শিরোনাম
◈ ট্রাম্পের আকস্মিক হঠাৎ জি-সেভেন সম্মেলন ত্যাগ: ইরান-ইসরায়েল নয়, আরও বড় কিছু ঘটছে? ◈ জুলাই মাসের মধ্যে `জাতীয় সনদ' তৈরি করতে পারবো: আলী রীয়াজ ◈ ঐকমত্য কমিশনের সংলাপ বয়কট করল জামায়াতে ইসলামী ◈ নেতানিয়াহুর ঔদ্ধত্যে ইসরায়েলের সামরিক অহংকার চূর্ণ, ইতিহাসে ফিরছেন আহমদ চালাবির ছায়া:হামিদ মীর ◈ ইরান-ইসরায়েল সংঘাতে জি-৭ নেতাদের বিবৃতি: ইসরায়েলের পক্ষে অবস্থান, ইরানকে ‘সন্ত্রাসের উৎস’ আখ্যা ◈ ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল ২১ মুসলিম দেশ ◈ ভয়াবহ যুদ্ধের ই‌ঙ্গিত দি‌য়ে  ইরা‌নের রাজধানী তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প ◈ ইসরায়েল ইরানে পরমাণু বোমা ফেললেই, পাকিস্তান পরমাণু হামলা চালাবে নেতানিয়াহুর দেশে, এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ? ◈ দেখা হলে সাকিবকে  জিজ্ঞাসা করবো কেন আমার বিরু‌দ্ধে ভুল তথ্য দি‌য়ে‌ছি‌লেন : তা‌মিম ইকবাল ◈ টাইমড আউট নি‌য়ে বাংলাদেশের উপর আর ক্ষোভ নেই ম্যাথুসের

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০২:৩৬ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে ড. ইউনূসের অনুরোধে এয়ার অ্যাম্বুলেন্স দেন কাতার আমির: মারুফ কামালের পোস্ট

লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন। এজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদ জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কৃতজ্ঞতা জানান সাবেক এই প্রেস সচিব।

পোস্টে মারুফ কামাল লেখেন, ‘কাতারের সরকার, রাজপরিবার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে, ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধাসম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত হওয়ায় আল্লাহর দরবারে লাখো শুকরিয়া।’

এর আগে শনিবার রাতে বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় খালেদা জিয়ার আসার বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়