শিরোনাম
◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১৯ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক রোজিনা ইসলামের পাসপোর্ট ফিরিয়ে দিতে আরএসএফের অনুরোধ

সালেহ্ বিপ্লব: [২] প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলামের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে চিঠি দিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। 

[৩] বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো ওই চিঠির প্রতি সমর্থন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার এক্সে (সাবেক টুইটার) ওই চিঠির ছবি প্রকাশ করে দূতাবাস লিখেছে, ‘আমরা একমত।’

[৪] চিঠিতে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে সংগঠনটি বলেছে, রোজিনা ইসলামের মানবাধিকারের সুরক্ষা; বিশেষ করে তাঁর চলাচলের স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে আমরা আপনাকে সম্মানের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। এ লক্ষ্যে আদালতের হেফাজত থেকে তাঁর পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সহজ করতে আপনার ক্ষমতার অধীনে সবকিছু করার আহ্বান জানাচ্ছি।

[৫] চলমান মামলায় রোজিনা ইসলাম যেনো ন্যায়বিচার পান, এ বিষয়ে ব্যবস্থা নিতেও পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়েছে প্যারিসভিত্তিক সংগঠনটি। একই সঙ্গে তাঁকে যে ‘বিচারিক হয়রানির’ মুখে পড়তে হচ্ছে, তা শিগগিরই নিরসনের বিষয়টি নিশ্চিত করতেও অনুরোধ জানানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়