শিরোনাম
◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে ◈ রেকর্ড হ্যাটট্রিকসহ সরলথের চার গোল, জিত‌লো অ্যাথ‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ আরব আমিরাতের বিরু‌দ্ধে দুই ম‌্যা‌চের ‌টি- টো‌য়ে‌ন্টি খেল‌বে বাংলাদেশ  ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনা জে-১০সি জেটের উত্থান: রাফায়েল ভূপাতিত, বিশ্বজুড়ে চীনা অস্ত্রপ্রযুক্তির চাহিদা বৃদ্ধি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৩, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে শেখ সাদি জাতীয় দিবস পালন

রাশিদ রিয়াজ: ইরানের প্রখ্যাত কবি শেখ সাদির স্মরণে দেশটিতে ২১ এপ্রিল শুক্রবার পালিত হয় জাতীয় সাদি সিরাজি দিবস। ইরানের এই মহাকবি জন্মগ্রহণ করেন ১২০০ খ্রিস্টাব্দে আর পরলোকগমন করেন ১২৯২ সালে। প্রতি বছর ২১ এপ্রিল সাহিত্য প্রেমী ও পণ্ডিতরা কবির মাজারে সমবেত হয়ে দিবসটি উদযাপন করেন।

সাদির পুরো নাম হচ্ছে আবু-মুহাম্মাদ মুসলেহ উদ্দিন বিন আব্দুল্লাহ সিরাজি। তবে তিনি ছদ্মনাম সাদি হিসেবে বেশি পরিচিত। তিনি ছিলেন মধ্যযুগের অন্যতম প্রধান ইরানি কবি। সাদির জগদ্বিখ্যাত রচনাবলির মধ্যে বুস্তান, গুলিস্তান অন্যতম।

ফারসিভাষী দেশের বাইরেও সাদি সমাদৃত। তার লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য তার কদর করা হয়। ধ্রুপদি সাহিত্যের ক্ষেত্রে সাদিকে একজন উঁচু মানের কবি ধরা হয়।

সাদিকে ব্যাপকভাবে শাস্ত্রীয় সাহিত্যের ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং তিনি পারস্যদেশীয় পণ্ডিতদের মধ্যে ‘মাস্টার অব স্পিচ’ বক্তৃতার শিক্ষক বা ‘দ্য মাস্টার’ (শিক্ষক) উপাধি অর্জন করেন। পশ্চিমা ঐতিহ্যগুলিতেও তাকে উদ্ধৃত করা হয়েছে।

সাদি পারস্য সাহিত্যের ইতিহাসে একজন অতীন্দ্রিয় ও অধিবিদ্যাবিদ হিসেবে পরিচিত। তিনি লেখার মান এবং সামাজিক ও নৈতিক চিন্তার গভীরতার জন্য স্বীকৃত।

প্রাচীন এই পণ্ডিত বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। শুধুমাত্র ফারসি-ভাষী দেশগুলিতেই নয়, পশ্চিমা সমাজেও তাঁর কবিতাগুলি প্রচুর উদ্ধৃত করা হয়েছে।

সাদির সমাধি দক্ষিণ শিরাজে অবস্থিত। তার সমাধিস্থল ইরানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ।

দিবসটি উপলক্ষে প্রতিবছর কবির জন্মস্থান সিরাজ নগরীতে সাদির রচিত সঙ্গীত পরিবেশনার আয়োজন করা হয়।বিখ্যাত সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। সূত্র: মেহর নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়