শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত নেতা এ টি এম আজহারের খালাসের রায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে ‘বেকসুর’ খালাসের রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশ।

মঙ্গলবার (২৭ মে) রাতে উদীচীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "একজন চিহ্নিত যুদ্ধাপরাধীকে মুক্ত করে দিয়ে স্বাধীনতাবিরোধী ও গণহত্যাকারীদের প্রতি রাষ্ট্রের অনুকম্পা প্রকাশের এই রায় উদীচী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।"

সংগঠনটি অনতিবিলম্বে খালাসের এ রায় বাতিল করে তার মৃত্যুদণ্ডের রায় ‘কার্যকর করার’ দাবি জানিয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৭১-এর যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ’বেকসুর’ খালাস দেয়।

উদীচীর এই অংশের বিজ্ঞপ্তিতে বলা হয়, "চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একদিকে যেমন ফ্যাসিস্ট আওয়ামী চক্র ২৪ ও ৭১-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে আসছে, তেমনি ২৪-কে পুঁজি করে ৭১ এর পরাজিত শক্তি জামায়াত-শিবির নিজেদের পাপ ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

“এভাবে ৭১ এর গণহত্যাকারীদের দায়মুক্তি দিলে ২৪ এর গণহত্যাকারীদের বিচারের নৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে।"

সংগঠনটি মনে করে, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলাম একটি রাজনৈতিক দল হিসেবে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, মানবতাবিরোধী অপরাধ করেছে তার জন্য যেমন জামায়াতে ইসলামকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যে সন্ত্রাস ও অপরাধ সংঘটিত করেছে তারও বিচার করতে হবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়