শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোকানের মতো সুস্বাদু খোয়া বরফি তৈরির সহজ রেসিপি

মিষ্টি পছন্দ করেন না— এমন মানুষ খুব কমই আছেন। মিষ্টি দেখলেই লোভ সামলাতে পারেন না। বাঙালির পছন্দের এই মিষ্টি যদি হয় বরফি, তবে তো কোথাই নেই। বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের প্রিয় মিষ্টি বরফি। খোয়া আর দুধের অনবদ্য সৃষ্টি। আপনি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন দোকানের মতোই এই বরফি। 

উপকরণ

খোয়া– ৪ কাপ, দুধ– ১/২ কাপ, ঘি– ২ টেবিল চামচ, ফিটকিরি– ১/৪ চা চামচ, চিনি (গুঁড়া করা) – ২২৫ গ্রাম এবং বাদাম– এক মুঠো (সাজানোর জন্য)।

প্রণালি

বরফির প্রধান উপাদান হচ্ছে— কাজুবাদাম বা খোয়া ক্ষীর। প্রথমে একটি বাটিতে খোয়া ভালো করে গুঁড়ো করে নিন। এরপর  ঘি দিন। ঘি গরম হলে তাতে দুধ ও খোয়া একসঙ্গে দিয়ে দিন। এবার ওই মিশ্রণের ওপর ফিটকিরি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আর চিনি কিংবা গুড় দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার কড়াইতে মাঝারি আঁচে গরম করতে দিন। ধীরে ধীরে স্বাদমতো চিনি যোগ করুন। ক্রমাগত নাড়তে থাকুন যতক্ষণ না পুরোপুরি চিনি মিশে যায়। প্রায় ৪–৫ মিনিট ভালো করে নাড়ুন। এরপর মিশ্রণটি একটি পাত্রে সমানভাবে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করুন।

এবার একটি অ্যালুমিনিয়ামের ট্রেতে ঘি মাখিয়ে তাতে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিন। চাপা দিয়ে ঢেকে একদিন রেখে দিন। পর দিন বরফির মিশ্রণ নিয়ে একটি বাটার পেপার-ঢাকা প্লেটে উল্টে দিন। ভালো করে ট্রেতে ছড়িয়ে দিন। বাদাম কেটে তার ওপর ছড়িয়ে দিন। আরও একটি বাটার পেপার ওপরে দিয়ে ২০–৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে ছুরি দিয়ে ছোট ছোট করে বরফির আকারে কেটে নিন। ব্যাস তৈরি দোকানের মতো বরফি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়