শিরোনাম
◈ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে এনডিএ: কেন, কিভাবে, কতটা যৌক্তিক? ◈ ৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির অংশীদার হতে চায় বাংলাদেশ: আশিক চৌধুরী ◈ যশোরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  বিএনপির ৬ নেতা, কর্মীকে বহিঃস্কার ◈ জুয়ার আসর থেকে ইউনিয়ন জামাতের সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ ◈ ৬০০০ রানের মাইলফলকে জো রুট ◈ জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ, তালিকা প্রকাশ ◈ এনসিপির ইশতেহার ঘোষণা, ছাত্রদলের সমাবেশে নির্বাচনমুখী বক্তব্য ◈ ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক ◈ জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান: এবার ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার ◈ কুমিল্লায় ইউপি সদস্যকে অপহরণের পর গুলি করে হত্যা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫, ০৩:১৩ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়েসেলের মাধ্যমে রাশিয়ায় চাকরির সুযোগ, ৪টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারিভাবে রাশিয়ায় কাজের সুযোগ

রাশিয়ায় জাহাজ নির্মাণ খাতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

রোববার (৩ আগস্ট) বোয়েসেলের সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম

১. শিপ পেইন্টার (Ship Painter), পদসংখ্যা : ৫০, মাসিক বেতন ৪৫০০০ রুবল।

২. শিপ মেশিন ফিটার (Ship Machine Fitter), পদসংখ্যা : ২০, বেতন ৫০০০০ রুবল

৩. ইলেকট্রিক অ্যান্ড গ্যাস ওয়েল্ডার (Electric and Gas Welder), পদসংখ্যা : ৩০, বেতন : ৬০০০০ রুবল

৪. মেটাল শিপ হাল অ্যাসেমব্লার (Metal Ship Hull Assembler), পদসংখ্যা : ৩০, বেতন : ৬০০০০ রুবল

১ রুবেল= ১.৫০ টাকা (আনুমানিক)

চাকরির শর্তাবলি

(১) প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে, তবে রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে; (২) সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে; (৩) চাকরির চুক্তি ০১ (এক) বৎসর (নবায়নযোগ্য); (৪) শিক্ষানবিশকাল ০৩ (তিন) মাস; (৫) প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে; (৬) খাবার কর্মীর নিজ ব্যবস্থাপনায়; (৭) চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে; (৮) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ০৩-০৫ মাস -১১ থেকে -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে; (ঠান্ডা/এলার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সঙ্গত হবে) (৯) অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

অন্যান্য তথ্যাবলি: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬ হাজার ৩৫০ টাকা প্রদান করতে হবে। এ ছাড়া মেডিকেল ফি বাবদ ২ হাজার, ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ ১০ হাজার ৬০০ টাকাসহ আনুসাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিংকে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে work experience এর ধাপে upload personal cv -তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আগামী ১০.০৮.২০২৫ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব-স্ব ট্রেডের উপর RPL উত্তীর্ণ সনদ আবশ্যক। উল্লেখ্য, ইনভাইটেশন লেটার/ ভিসা/ ওয়ার্কপারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত তার পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।

বোয়েসেল বিশেষভাবে জানায়, চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে। অনুত্তীর্ণ প্রার্থীদের রাশিয়ান আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

(চুড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেল-এ কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি/চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়) আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন এবং নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হওয়ার সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রয়োজনে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে।

আবেদন লিংক: https://brms.boesl.gov.bd/ অফিস ঠিকানা : প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা), ৭১-৭২, ইস্কাটন গার্ডেন

সতর্কতার জন্য বোয়েসেল জানায়, তাদের কোনো এজেন্ট/সাব-এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন এবং বোয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেয়। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়