শিরোনাম
◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ০৩:৪৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেনজেন ভিসায় নতুন নিয়ম, সুবিধা পাবেন যারা!

ইউরোপ ভ্রমণে আগ্রহীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। ইউরোপীয় ইউনিয়ন (EU) সম্প্রতি চালু করেছে ‘ভিসা ক্যাস্কেট’ নামে নতুন একটি পদ্ধতি, যা সেনজেন ভিসা প্রক্রিয়ায় এনেছে বড় ধরনের পরিবর্তন। নতুন এই নিয়মের ফলে নিয়মিত ও দায়িত্বশীল ভ্রমণকারীরা এখন সহজেই দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসা পেতে পারেন।

নতুন নিয়ম কী বলছে?

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, যারা গত তিন বছরে অন্তত দুটি স্বল্পমেয়াদি সেনজেন ভিসা সঠিকভাবে ব্যবহার করে ইউরোপ ভ্রমণ করেছেন, তারা এখন সরাসরি দুই বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আর এই ভিসাটি সঠিকভাবে ব্যবহার করলে পরবর্তী ধাপে পাঁচ বছরের ভিসার সুযোগ মিলবে।

কারা পাচ্ছেন এই সুযোগ?

প্রাথমিকভাবে ভারত, তুরস্ক ও ইন্দোনেশিয়া—এই তিন দেশের নাগরিকরা নতুন ভিসা ক্যাস্কেট সুবিধার আওতায় এসেছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন অন্যান্য দেশকেও পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে।

নতুন নিয়ম কেন গুরুত্বপূর্ণ?

সেনজেন ভিসা পেতে প্রতিবার আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সময়সাপেক্ষ ও জটিল। এখন থেকে যারা পূর্ববর্তী ভিসাগুলোর সঠিক ব্যবহার প্রমাণ করতে পারবেন এবং যাদের পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ও ট্রাভেল ইন্স্যুরেন্স রয়েছে, তারা একবার আবেদন করেই কয়েক বছরের জন্য ইউরোপে বারবার প্রবেশের সুবিধা পাবেন।

তবে মনে রাখতে হবে, এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে যথেষ্ট সময়ের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়