শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:২৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির লাল কালির ঝুঁকিতে পড়ছে না বাংলাদেশ

নিবন্ধিত সব হজযাত্রী নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছে যাবেন: সচিব

আনিস তপন: এমনটা আশা প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। বুধবার এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ধর্ম সচিব বলেন, এরই মধ্যে নিবন্ধন করা হজযাত্রীর শতকরা ৮০ ভাগ ভিসা সংক্রান্ত কাজ শেষ হয়েছে। ইনশাআল্লাহ ঝুঁকি (লাল কালি চিহ্নিত) হওয়ার মত পরিস্থিতিতে আমরা পড়ছি না। ভয়ের কিছু নেই জানিয়ে তিনি বলেন, সব ঠিক হয়ে যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব হজযাত্রী সৌদি আরব পৌঁছে যাবেন। 

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে জানানো হয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ থেকে (৭ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৫৯ হাজার ৬৫৫ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৫০ হাজার ৩০৫ জন পৌছে গেছেন। সচিব বলেন, গত ২১ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। নিবন্ধিত প্রত্যেক হজযাত্রীকে আগামী ২২ জুনের শেষ ফ্লাইটে সৌদি আরব পাঠিয়ে দেব।

মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনচ্ছিুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বেসরকারি মব হজ এজেন্সিগুলোকে জানিয়ে দেয়া হয়েছে দ্রুত তাদের কাজ শেষ করে ফেলতে। কারণ সরকারি ব্যবস্থাপনায় যেসব হজযাত্রী রয়েছেন, তারা শতভাগ ইতোমধ্যে সৌদি ্আরব পৌঁছে গেছেন। আসলে বিপদটা বেসরকারি হজ এজেন্সি ও হজযাত্রীদের নিয়ে। তাদের মধ্যে শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ ভিসা সংক্রান্ত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারলে আর কোন সমস্যা হবে না। সন্ধ্যার (বুধবার) মধ্যেই ৮০ ভাগের বেশি এ সংক্রান্ত জটিলতা কেটে যাবে।  উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। সম্পাদনা: এল আর বাদল

এটি/‌এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়