শিরোনাম
◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌!

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০২:২৬ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালিত ’সন্তান ’সম্পত্তির ভাগ পাবে কী না? যা জানাগেল

বছরের পর বছর সন্তানস্নেহে বড় করে তোলেন, অথচ মৃত্যুর পর তাদের কোনো সম্পত্তি ভাগই জুটে না—এমন অনেক পালিত সন্তানের জীবনেই দেখা যায় তীব্র এক বৈষম্য। প্রশ্ন জাগে, পালিত সন্তান কি আদৌ পালক পিতা-মাতার সম্পত্তির উত্তরাধিকার হতে পারে?

ইসলামী আইন বলছে, না, পালিত সন্তান মুসলিম শরিয়াহ অনুযায়ী স্বাভাবিকভাবে সম্পত্তির ভাগ পায় না। উত্তরাধিকার আইন অনুযায়ী, মৃত্যুর পর ব্যক্তির সম্পত্তি কেবল তার জৈবিক উত্তরাধিকারীদের মধ্যেই বণ্টিত হয়। সেক্ষেত্রে পালিত সন্তান—যাদের সাথে রক্তের সম্পর্ক নেই—তাদের কোনো অধিকার থাকেনা।

তবে, ইসলামী আইন একটি বিকল্প পথ রেখেছে। কেউ চাইলে জীবিত অবস্থায় দানপত্রের মাধ্যমে বা উইল করে মৃত্যুর পরে তার সম্পত্তির এক-তৃতীয়াংশ পর্যন্ত পালিত সন্তানের নামে দিয়ে যেতে পারেন। তবে উইলের ক্ষেত্রে শর্ত রয়েছে—এটি উত্তরাধিকারীদের সম্মতির বাইরে কেবল এক-তৃতীয়াংশ পর্যন্তই বৈধ।

যদি কোনো ব্যক্তি নিজের সম্পত্তি পালিত সন্তানের নামে রেখে যেতে চান, তবে তাকে অবশ্যই পূর্ব থেকে পরিকল্পনা করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় দানপত্র বা উইল সম্পাদন করতে হবে।

উল্লেখযোগ্য দিকনির্দেশনা:

উইল ছাড়া পালিত সন্তান উত্তরাধিকারী হতে পারে না।

জৈবিক সন্তান না থাকলে অন্যান্য আত্মীয়রাই উত্তরাধিকার পাবেন।

উইলের মাধ্যমে সর্বোচ্চ ১/৩ অংশ দেওয়া যেতে পারে (শরীয়ত অনুযায়ী)।

এই কারণে আইনজ্ঞ ও আলেমগণ পরামর্শ দেন, কেউ যদি সত্যিই তাদের পালিত সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তবে জীবিত অবস্থায় আইনগতভাবে তা নিশ্চিত করা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়