শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে: ন্যাটো প্রধান 

ডোনাল্ড ট্রাম্প

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, প্রতিরক্ষা খাদে যথেষ্ট অর্থ ব্যয় করছে না এমন ন্যাটো মিত্রদেরকে নিরাপত্তা প্রদান করবে না যুক্তরাষ্ট্র। সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোল্টেনবার্গ বলেছেন, তার এমন মন্তব্য আমাদের সকলের নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে। সূত্র: সিএনএন

[৩] ন্যাটো প্রধান আরও বলেছেন, এমন মন্তব্য করার মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ও ইউরোপীয় সেনাদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে নিক্ষেপ করেছেন।

[৪] সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেন, যেসব ন্যাটো সদস্য তাদের জিডিপির ২ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না তাদের ওপর হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন।

[৫] প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের এ মন্তব্যকে ‘ভয়ংকর ও বিপজ্জনক’ বলে অভিহিত করে বলেছেন, তার পূর্বসূরী আরও যুদ্ধ ও সহিংসতা চালাতে রাশিয়াকে সবুজ সংকেত প্রদান করেছেন।

[৬] ন্যাটোর হিসাব মতে, জোটটির ৩০ সদস্যের মধ্যে ১৯ সদস্য জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্যমাত্রা পূরণ করছে। তবে ইউক্রেন, রাশিয়া এবং তার মিত্র ও প্রতিবেশি বেলারুশ তাদের জিডিপির ৩.৯ শতাংশ  প্রতিরক্ষা খাতে ব্যয় করছে। পোলান্ড এবং বাল্টিক দেশগুলোও প্রতিরক্ষা খাতে জিডিপির ২.৩ থেকে ২.৭ শতাংশ ব্যয় করছে।

[৭] স্টোল্টেনবার্গ এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, ন্যাটো জোট ঐক্যবদ্ধ আছে ও সদস্য দেশগুলোকে রক্ষায় ‘প্রস্তত ও সক্ষম’ এবং ঐক্যবদ্ধভাবে যে কোন হামলার কঠোর জবাব দেওয়া হবে। সম্পাদনা: রাশিদ

এসআই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়