শিরোনাম
◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ নির্বাচনে জাপা ও এনডিএফ প্রার্থীদের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১০:২৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনূসে লড়াইয়ে বহু ইসরায়েলি সেনা হতাহত, সামরিক যান ধ্বংস

সাজ্জাদুল ইসলাম: [২] ৭ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানকার প্রধান শহর খান ইউনিসে বিমান হামলার ছত্রছায়ায় ইসরায়েলি ট্যাংক ও স্থল সেনারা প্রবেশ করেছে । তবে খান ইউনিসের দিকে আসা ইসরায়েলি সেনাদের ওপর বড় ধরণের হামলা চালিয়েছে ফিলিস্তিনের দ্বিতীয় বৃহৎ প্রতিরোধ আন্দোলন ইসলামিক জিহাদের যোদ্ধারা। সূত্র: আলজাজিরা

[৩] ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বুধবার (৬ ডিসেম্বর)  ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা ‘ইসরায়েলি শত্রুদের বেশ কয়েকটি সামরিক যান ধ্বংস করেছে। এতে উল্লেখসংখ্যক শত্রু সেনা হতাহত হয়েছে।’

[৪] ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার খান ইউনিসকে উত্তরাঞ্চলের দের আল-বালাহ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মনে কর হচ্ছে। গত রোববার স্যাটেলাইটে তোলা ছবিতে দেখা যায়, এই দুই শহরের মাঝ বরাবর যে সড়ক রয়েছে সেখানে প্রায় ১৫০টি ইসরায়েলি ট্যাংক, সাজোঁয়া যান এবং অন্যান্য সামরিক বাহন অবস্থান নিয়েছে।

[৫] গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের প্রথম ধাপে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলে ব্যাপক ধ্বংসযুজ্ঞ চালায়। এরপর হামাসের সঙ্গে তাদের সাতদিনের যুদ্ধবিরতি চলে। এ বিরতি শেষে গাজার দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে তারা। ইসরায়েলিরা দাবি করছে, হামাসের বেশিরভাগ যোদ্ধা এবং কমান্ডার খান ইউনিসে অবস্থান করছেন।

[৬] ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন মঙ্গলবার পর্যন্তু ১৬২৪৮ জন ফিলিস্তিনি যার মধ্যে ৭১১২ জন শিশু এবং ৪৮৮৫ জন নারী। গাজার মিডিয়া অফিস এ সংখ্যা জানিয়েছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়