শিরোনাম

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৬ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টায়ার নিকোলস হত্যা: আরেক পুলিশ অফিসার বরখাস্ত

সালেহ্ বিপ্লব: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে কৃষ্ণাঙ্গ টায়ার নিকোলস হত্যাকাণ্ডে জড়িত থাকায় আরো এক পুলিশ অফিসারকে বরখাস্ত করেছে মেমফিস পুলিশ ডিপার্টমেন্ট। এক বিবৃতিতে পুলিশ বলেছে, নিকোলসকে গ্রেপ্তারের পেছনে অফিসার প্রেস্টন হেমফিলের ভূমিকা ছিলো। বিবিসি

এর আগে পাঁচ পুলিশ অফিসারকে বরখাস্ত করেছে মেমফিস পুলিশ। পাশাপাশি চলছিলো বিভাগীয় তদন্ত। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অফিসার প্রেস্টন ডিপার্টমেন্টের নিয়মনীতি ভঙ্গ করেছেন। অন্য পাঁচ অফিসারের মতো তাকে খুনের দায়ে অভিযুক্ত করা হবে। 

প্রেস্টনের আইনজীবী লি জেরাল্ড বলেন, আমরা এই বরখাস্ত আদেশের প্রতিবাদ জানাই। তবে টায়ার নিকোলস হত্যা মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন প্রেস্টন হেমফিল। 

এই অফিসারকে আরো আগেই বরখাস্ত করা হয়েছিলো, তবে পুলিশ তা অনেক বিলম্বে প্রকাশ করেছে। আরো একজন অফিসারকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি এখনো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়