ইমরুল শাহেদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার দাবি করেছেন, দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি তাকে মারার জন্য নতুন ছক তৈরি করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, ‘তাকে মারার জন্য একটি সন্ত্রাসী গ্রুপকে অর্থ দিয়েছেন জারদারি।’ তিনি এই বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, তার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরই জারদারি এই উদ্যোগ নেন। ইয়ন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেন, ‘আসিফ আলী জারদারি অর্থ প্রদান করেছেন একটি সন্ত্রাসী গ্রুপকে। তার সহায়তাকারীরা এজেন্সির শক্তিশালী লোক। তিন দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা পরবর্তী অপরাধ করার পরিকল্পনা করেছে।’
তিনি বলেন, ‘তিনি আগেই এক জনসভায় তার সমর্থকদের বলেছেন, চারজন লোক আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু আমি যখন ব্যাপারটা প্রকাশ করে দিয়েছি, তখনই তারা পিছিয়ে গেছে।’
এরপর ইমরান খান বলেন, ওয়াজিরাবাদের হামলাটি ছিল তাকে উৎখাতের জন্য ‘প্ল্যান বি’। তিনি বলেন, ‘কিন্তু আমি সেটাও জানতাম। সেটা আমি প্রকাশ করে দিয়েছি দুটি জনসভায়।’
গত বছরের নভেম্বরে ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকী আজাদী’ মার্চে নেতৃত্ব দেওয়ার সময় আহত হন। সেখানে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে একজন নিহত এবং কয়েকজন আহত হন।
ইমরান খান এখন বলছেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। নতুবা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা লোকগুলো জয়ী হয়ে যেত।
তিনি বলেন, ‘এখন তারা আবার পরিকল্পনা করেছে, যাকে বলা যায় প্ল্যান সি। এর নেপথ্যে রয়েছেন জারদারি। তার দুর্নীতির মাধ্যমে অর্জন করা অনেক টাকা আছে। এসব সিন্ধু সরকার থেকে লুট করেছেন এবং সে টাকা নির্বাচনে ব্যবহার করা হয়েছে। তিনি অর্থ দিয়ে এমপিএদের কিনে নিয়েছেন। নির্বাচন হচ্ছিল খাইবার পাখতুনখোয়া বা গিলগিট-বালতিস্তানে। সেখানে তিনি অকাতরে অর্থ ঢেলেছেন।’
আইএস/এসএ