শিরোনাম
◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট

জারদারির বিরুদ্ধে হত্যা পরিকল্পনার অভিযোগ ইমরান খানের

ইমরান খান

ইমরুল শাহেদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার দাবি করেছেন, দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি তাকে মারার জন্য নতুন ছক তৈরি করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, ‘তাকে মারার জন্য একটি সন্ত্রাসী গ্রুপকে অর্থ দিয়েছেন জারদারি।’ তিনি এই বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, তার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরই জারদারি এই উদ্যোগ নেন। ইয়ন 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেন, ‘আসিফ আলী জারদারি অর্থ প্রদান করেছেন একটি সন্ত্রাসী গ্রুপকে। তার সহায়তাকারীরা এজেন্সির শক্তিশালী লোক। তিন দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা পরবর্তী অপরাধ করার পরিকল্পনা করেছে।’

তিনি বলেন, ‘তিনি আগেই এক জনসভায় তার সমর্থকদের বলেছেন, চারজন লোক আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু আমি যখন ব্যাপারটা প্রকাশ করে দিয়েছি, তখনই তারা পিছিয়ে গেছে।’

এরপর ইমরান খান বলেন, ওয়াজিরাবাদের হামলাটি ছিল তাকে উৎখাতের জন্য ‘প্ল্যান বি’। তিনি বলেন, ‘কিন্তু আমি সেটাও জানতাম। সেটা আমি প্রকাশ করে দিয়েছি দুটি জনসভায়।’
গত বছরের নভেম্বরে ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকী আজাদী’ মার্চে নেতৃত্ব দেওয়ার সময় আহত হন। সেখানে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে একজন নিহত এবং কয়েকজন আহত হন। 

ইমরান খান এখন বলছেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। নতুবা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা লোকগুলো জয়ী হয়ে যেত। 

তিনি বলেন, ‘এখন তারা আবার পরিকল্পনা করেছে, যাকে বলা যায় প্ল্যান সি। এর নেপথ্যে রয়েছেন জারদারি। তার দুর্নীতির মাধ্যমে অর্জন করা অনেক টাকা আছে। এসব সিন্ধু সরকার থেকে লুট করেছেন এবং সে টাকা নির্বাচনে ব্যবহার করা হয়েছে। তিনি অর্থ দিয়ে এমপিএদের কিনে নিয়েছেন। নির্বাচন হচ্ছিল খাইবার পাখতুনখোয়া বা গিলগিট-বালতিস্তানে। সেখানে তিনি অকাতরে অর্থ ঢেলেছেন।’

আইএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়