শিরোনাম
◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচন উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস  ◈ বিএনপি যদি ওতোই খারাপ হয়, তাদের ২জন কেন পদত্যাগ করে চলে আসেননি : তারেক রহমান (ভিডিও) ◈ আব্বাসের নির্দেশ তারেক রহমানের সম্মতিতে পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর ◈ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না: ইসি

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১২:০৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ায় সমকামিতা নিষিদ্ধ, প্রচার করলেই শাস্তি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সমকামিতা নিষিদ্ধ করে বৃহস্পতিবার একটি আইন পাস করেছে রাশিয়ার পার্লামেন্ট। আইন অনুযায়ী শুধু সমকামিতাকেই নিষিদ্ধ করেনি দেশটি, সমকামিতার প্রচার এবং প্রদর্শনীও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করলে মিলবে সাজা। খবর রয়টার্সের।

আইনটি পাস করার পাশাপাশি রুশ আইনপ্রণেতারা সমকামিতার প্রচারকে পশ্চিমী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন। তারা জানান, পশ্চিমা অপসংস্কৃতি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য কঠোর হাতে সমকামী এবং এর অনুসারীদের দমন করা হবে।

তবে আইনটি প্রয়োগ করতে এখনো পার্লামেন্টের উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অনুমোদনের প্রয়োজন। যদিও সমকামিতা ইস্যুতে বরাবরই কঠোর অবস্থানের কথা বলেছেন পুতিন। সুতরাং এই আইন যে দ্রুতই রাশিয়ায় বাস্তবায়িত হতে চলেছে তা স্পষ্ট।

নতুন আইনের অধীনে, যে কোনও পদক্ষেপ বা তথ্য যা সমকামিতার প্রচারের প্রচেষ্টা হিসাবে বিবেচিত হয়, হতে পারে তা প্রকাশ্যে, অনলাইনে বা চলচ্চিত্র, বই বা বিজ্ঞাপন, যেকোনো উপায়ে সমকামিতার বিন্দুমাত্র প্রচারণার ছোঁয়া থাকলেই তা দন্ডনীয় অপরাধ।

এই আইন অমান্য করলে সর্বোচ্চ ৪ লাখ রুবল জরিমানা ও এলজিবিটিকিউ কার্যকলাপে লিপ্ত বিদেশি নাগরিককে ১৫ দিন হাজতবাসের পাশাপাশি রাশিয়া থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বে, আইনটি শুধু শিশুদের লক্ষ্য করে এলজিবিটি লাইফস্টাইলের প্রচারকে অবৈধ ঘোষণা করেছিল। নতুন প্রস্তাবে শিশুদের প্রতি এলজিবিটি আচরণের ‘প্রদর্শন’ নিষিদ্ধ করা হয়েছে।

আইন প্রণেতারা বলছেন, তারা উদারপন্থী পশ্চিমের বিরুদ্ধে ‘রাশিয়ান বিশ্বের’ ঐতিহ্যগত মূল্যবোধকে রক্ষা করছেন বলে তারা তাদের ধ্বংস করতে বদ্ধপরিকর।

কর্তৃপক্ষ ইতিমধ্যেই সমকামীদের অধিকার আদায়ের মিছিল বন্ধ করতে এবং সমকামী অধিকার কর্মীদের আটক করতে বিদ্যমান আইন ব্যবহার করেছে৷ অধিকার গোষ্ঠীগুলি বলছে, নতুন আইনটির উদ্দেশ্য হল তথাকথিত ‘অপ্রথাগত’ এলজিবিটি জীবনধারা যা সমকামী নারী, সমকামী পুরুষ, উভকামী এবং ট্রান্সজেন্ডারদের দ্বারা চর্চা করা হয় তা সম্পূর্ণরূপে জনজীবন থেকে দূরে সরিয়ে দেওয়া।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়