শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪৯ রাত
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। খবর পার্স টুডে।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভেনেজুয়েলার অভিযোগ, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

মার্কিন হামলার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, এই হামলা ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন।

ইরান বলেছে, এই হামলা জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। বিশেষ করে জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফা, যেখানে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে, তা স্পষ্টভাবে ভঙ্গ করা হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডকে ‘স্পষ্ট আগ্রাসী আচরণ’ হিসেবে আখ্যা দেওয়া হয় এবং বলা হয়, জাতিসংঘসহ আইনের শাসন, শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বিশ্বাসী সব রাষ্ট্রের উচিত এই হামলার স্পষ্ট ও প্রকাশ্য নিন্দা জানানো।

ইরান আরও সতর্ক করে বলেছে, জাতিসংঘের একজন স্বাধীন সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এর প্রভাব পুরো আন্তর্জাতিক ব্যবস্থার ওপর পড়তে পারে এবং এটি জাতিসংঘ সনদভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে আরও দুর্বল করে দেবে।

বিবৃতিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় আত্মরক্ষার স্বাভাবিক অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে ইরান জোর দিয়ে বলেছে, এই অবৈধ আগ্রাসন বন্ধে সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বিশেষ করে জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে। পাশাপাশি এই সামরিক হামলায় সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যে এসব হামলা চালানো হয়েছে। এই বিস্ফোরণগুলো এমন এক সময়ে ঘটল, যখন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়