মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, নরওয়েতে অবস্থানরত ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে দেশটির নেতৃত্ব দেওয়ার জন্য সমর্থন দেওয়া হবে কি না, তা এখনই দেখতে হবে।
তিনি বলেন, ‘তাদের [ভেনেজুয়েলা] একজন ভাইস–প্রেসিডেন্ট আছে, আপনারা জানেন। আমি জানি না, এটি কেমন ধরনের নির্বাচন ছিল, তবে মাদুরোর নির্বাচন ছিল কলঙ্ক।’
মাদুরোকে গ্রেপ্তারের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘মাদকসমস্যার কারণে আমেরিকা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে হারাচ্ছে, আর আমরা এটি আর অনুমোদন করব না।’