শিরোনাম
◈ সাত দিন পি‌ছি‌য়ে যাচ্ছে বিপিএল  ◈ প্রথমবার বিশ্বকাপ জিত‌লো পর্তুগাল ◈ আগামী বছর রোনাল‌দো-জর্জিনার বি‌য়ে! বাড়ির কাছে ৫০০ বছরের পুরনো চার্চেই বিবাহ আসর ◈ বাংলাদেশে একটি আইএমইআই-এর বিপরীতে ১০ লাখ মোবাইল, বৈধতা নেই ১৯ লাখ আইফোনের! ◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ক্ষুব্ধ হওয়ায় ট্রাম্পের ফোন: জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে 'ভলিউম কমানোর' পরামর্শ

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচির তাইওয়ান সম্পর্কিত মন্তব্য প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, বুধবার (২৬ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর আরেকটি ফোনকলে ট্রাম্প তাকাইচিকে এ আহ্বান জানান।

চীন তাইওয়ান আক্রমণ করলে জাপান সামরিক প্রতিক্রিয়ায় দেখাতে পারে বলে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছে বেইজিং। এমন মন্তব্যের পর বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, কেননা তারা তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে।

শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জাপানি প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গেও আলোচনা করেন এবং তাইওয়ানের সার্বভৌমত্ব নিয়ে বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়ানোর জন্য তাকে পরামর্শ দেন।

যদিও ফোনালাপের সময় ট্রাম্প তাকাইচিকে সরাসরি মন্তব্য প্রত্যাহার করতে বলেননি, তবে 'ভলিউম কমানোর' কথা উল্লেখ করে মূলত এটিরই ইঙ্গিত দিয়েছেন। প্রধান মিত্রদেশের এমন অনুরোধ জাপানি কর্মকর্তাদের বিরক্ত করলেও তারা এটিকে একটি সংকেত হিসাবে দেখছেন যে, তাইওয়ান-সম্পর্কিত সম্প্রতি কূটনীতিক উত্তেজনা মার্কিন-চীন বাণিজ্য বন্ধনকে বিপন্ন করতে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেছেন, 'চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই ভালো। এটি আমাদের প্রিয় এবং ঘনিষ্ঠ মিত্র জাপানের জন্যও খুবই ভালো।'

এদিকে, আজ বৃহস্পতিবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটিকে 'সত্য নয়' বলে উড়িয়ে দিয়েছেন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়