শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগারেটের অজুহাতে ফাইভ স্টার হোটেলে কেবিন ক্রুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬০ বছর বয়সী পাইলট

ফ্লাইট থেকে নেমে বিশ্রামের জন্য পাইলট ও কেবিন ক্রু গিয়েছিলেন ফাইভ স্টার হোটেলে। সেখানেই যুবতী ওই কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী পাইলটের বিরুদ্ধে। এমনকি তার নামে মামলা করেছেন ভুক্তভোগী ওই কেবিন ক্রু।

গত ১৮ নভেম্বর ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালোরে। আর এনডিটিভি গতকাল এই তথ্য প্রকাশ করে বলছে, একটি বেসরকারি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত ওই পাইলট। অভিযুক্ত পাইলটের নাম রোহিত সারান। 

পুলিশ বলেছে, ঘটনার দিন হায়দরাবাদের বেগমপেট এবং অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে একটি চার্টার্ড প্লেনে তার সহকর্মী ও অভিযোগকারিণীর সঙ্গে হোটেলে যান। দুই পাইলট ও ওই কেবিন ক্রু সদস্য পরের দিন ১৯শে নভেম্বর পুট্টাপার্থি ফিরে যাওয়ার কথা ছিল। তাই তারা বিশ্রামের জন্য হোটেলে চেক-ইন করেন।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, রোহিত প্রথমে সিগারেট খাওয়ার অজুহাতে তাকে তার কক্ষে নিয়ে যান। এরপর জোর করে ধর্ষণ করেন। ২০ নভেম্বর বেগমপেটে ফিরে অভিযোগকারিণী সঙ্গে সঙ্গে এভিয়েশন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাছে বিষয়টি জানান এবং বেগমপেট থানায় একটি জিরো এফআইআর দায়ের করেন। 

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় (ধর্ষণের অপরাধ) মামলা করা হয়েছে। মামলাটি আরও তদন্তের জন্য ব্যাঙ্গালোর সিটির হালাসুরু থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়