শিরোনাম
◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস ◈ মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি ◈ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত ◈ পে স্কেল নিয়ে নতুন তথ্য, গেজেট প্রকাশের বিষয়ে আলোচনা ◈ জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে তিনটি বড় বাধা দেখছেন পর্যবেক্ষকরা ◈ এএফসি এশিয়ান কাপ বাছাই, শ্রীলঙ্কা‌কে ৫-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যুত্থান ষড়যন্ত্রে দোষী: ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

গত নির্বাচনে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ২৭ বছর তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস রায় ঘোষণা করেন। এর মাধ্যমে মামলাটি চূড়ান্ত রায় ঘোষণা করা হলো, ফলে আর কোনো আপলি করা যাবে না।

২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। নির্বাচনের ফল মানতে অস্বীকারের পাশাপাশি ক্ষমতায় থাকতে অভ্যুত্থানের পরিকল্পনা ও ষড়যন্ত্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ৭০ বছর বয়সী বলসোনারোকে দোষী সাব্যস্ত করা হয়। 

বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশের জেল সেলে তার সাজা ভোগ শুরু করবেন, যেখানে তাকে শনিবার থেকে আটক রাখা হয়েছে। 

রায়ে বলা হয়, বলসোনারোকে ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কমপ্লেক্সেই রাখা হবে। তাকে সর্বোচ্চ নিরাপত্তা বা সামরিক কারাগারে পাঠানোর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

বলসোনারোর আইনজীবীরা গৃহবন্দি অবস্থায় সাজা ভোগের আবেদন করেছিলেন। তবে তা নাকচ করে দেন বিচারপতি মোরায়েস। কারণ হিসেবে তিনি অ্যাঙ্কেল ব্রেসলেট ভাঙার চেষ্টার কথা উল্লেখ করেন। বিচারক এটাকে বলসোনারোর পালিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন।

তবে বিচারপতি মোরেস বলসোনারোকে পূর্ণকালীন চিকিৎসা সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন। এর আগে তার চিকিৎসা দল জানিয়েছিল, তিনি স্বাস্থ্যের অবনতি ভুগছেন এবং নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার প্রয়োজন রয়েছে।

বিচার চলাকালে চলমান ফৌজদারি মামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার অভিযোগে সতর্কতামূলক ব্যবস্থা লঙ্ঘনের দায়ে তাকে তখন গৃহবন্দি করা হয় এবং যাতে পালাতে না পারেন সেজন্য পায়ে অ্যাঙ্কল ব্রেসলেট পরানো হয়। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়