শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:০৩ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত সাড়ে ১২টায় বাইরে গেলো কীভাবে, ধর্ষণ ইস্যুতে মমতার বিতর্কিত মন্তব্য

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী ভুক্তভোগীকেই দায়ী করছেন, যা নারী বিদ্বেষী ও দায়িত্বজ্ঞানহীন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেছিলেন, ওটা বেসরকারি মেডিক্যাল কলেজ। ওদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব। প্রশ্ন হলো, সে রাত ১২টা ৩০ মিনিটে বাইরে গেলো কীভাবে?

তিনি ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে আখ্যা দিলেও বলেন, রাতে ওই এলাকাগুলো বনাঞ্চলঘেঁষা, তাই কলেজ কর্তৃপক্ষের উচিত ছাত্রছাত্রীদের বাইরে যাওয়া নিয়ন্ত্রণ করা। নিজেদেরও সতর্ক থাকতে হবে।

মমতা আরও বলেন, বেসরকারি কলেজগুলোর উচিত ছাত্রছাত্রীদের প্রতি নজর রাখা এবং রাতের সংস্কৃতিতে নিয়ন্ত্রণ আনা। নিরাপত্তা ব্যবস্থা কলেজকেই জোরদার করতে হবে।

তবে বিজেপি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের শিকার নারীকেই দোষারোপ করছেন। আরজে কর মেডিক্যাল কলেজ, সাঁদেশখালি বা এখন দুর্গাপুর—প্রতিবারই তিনি অপরাধী নয়, মেয়েদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরেক মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই ‘মেয়েদের’ দোষ দেন, আর ধর্ষককে আড়াল করেন। এবারও ব্যতিক্রম হলো না।

তিনি প্রশ্ন তোলেছেন, নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার  প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী কি এবারও চুপ থাকবেন?

পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বেসরকারি একটি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ুয়া ২৩ বছরের ওই ছাত্রী শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে তরুণীকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে তরুণীর সঙ্গে থাকা বন্ধুকেও নজরদারিতে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়