শিরোনাম
◈ ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান ◈ ভাঙ্গায় সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের ◈ চালকের ঘুমে কেড়ে নিল প্রবাসী বাহারের পরিবারের ৭ প্রাণ, এলাকায় শোকের মাতম  ◈ ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’ লিখেছিলেন প্রবাসী বাহার, ফিরে পেলেন স্বজনদের লাশ ◈ মাধবদীতে ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান ◈ মটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো অজ্ঞাতপরিচয় নারীর ◈ তুরাগ-উত্তরায় নীরব নৈরাজ্য: দখলবাজি, চাঁদাবাজি ও হরিলুট ◈ অমাবস্যা ও পূর্ণিমার জোয়ের প্রভাবে লোহালিয়ার বেরিবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, পানিবন্দি কয়েক হাজার মানুষ ◈ কক্সবাজার সমুদ্রজল থেকে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার ◈ বাঁশখালীতে মাদকের টাকার জন্য পিতাকে কুপিয়ে হত্যা, ঘাতক পুত্র গ্রেপ্তার

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১১:৩৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ৫ শিশু নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মর্টার শেল নিয়ে খেলছিল বেশ কয়েকজন শিশু। এরপর হঠাৎ সেটি বিস্ফোরিত হলে প্রাণ যায় পাঁচ শিশুর। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার (১২) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় এ ঘটনা ঘটে। বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদমাধ্যম ডনকে বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘নিহত এবং আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’ বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে।

খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বেলুচিস্তানের ওয়াধ শহরের জারচাইন এলাকায় একটি হাতবোমা বিস্ফোরণে এক শিশু প্রাণ হারায় এবং আটজন আহত হয়।

এর আগের মাসে, সিন্ধুর কাশমোর জেলার একটি বাড়িতে "রকেট লঞ্চারের" বোমা বিস্ফোরণে চার শিশুসহ নয়জন প্রাণ হারায় এবং একজন মহিলা আহত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়