শিরোনাম
◈ বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদল নেতাকর্মীদের স্লোগানে মুখর শাহবাগ (ভিডিও) ◈ সব ব্যক্তিশ্রেণির জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক, কিছু শ্রেণি ছাড়ের আওতায় ◈ কালীগঞ্জে আকস্মিকভাবে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর, আহত ১  ◈ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম সাক্ষ্য দিলেন খোকন চন্দ্র ◈ ‎তিস্তায় ফের পানি বৃদ্ধি, পানি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ৪৪টি জলকপাট ◈ নিউ জার্সির ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক সিটি ◈ জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: ভূমি-সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে ৩০ বছরের পরিকল্পনা ◈ পৃথিবীর ইতিহাসের সকল স্বৈরশাসকদের সমিতি হলে নি:সন্দেহে শেখ হাসিনা হবে এর সভাপতি: অ্যাটর্নি জেনারেল (ভিডিও) ◈ রা‌শিয়ায় ভু‌মিক‌ম্পের জে‌রে ৬০০ বছর পরে জেগে উঠলো কামচাটকার আগ্নেয়গিরি!  ◈ জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০১:১৩ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘ বলছে, তাদের প্রতিবেদন কেউ পড়ে না

জাতিসংঘের দক্ষতা বৃদ্ধির ও খরচ কমানোর লক্ষ্যে তৈরি এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের নিজস্ব রিপোর্টগুলো খুব একটা পড়া হয় না। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১ আগস্ট) বিভিন্ন দেশের প্রতিনিধিদের এ প্রতিবেদন সম্পর্কে অবহিত করেন। খবর রয়টার্সের।

র।জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে গঠিত ‘ইউএন৮০ সংস্কার টাস্কফোর্স’ এই প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের মতো বিভিন্ন সংস্থা প্রদত্ত হাজার হাজার আদেশ কীভাবে বাস্তবায়ন করা হয়, তা বিশ্লেষণ করা হয়েছে।

গত বছর গুতেরেস জানান, ২৪০টি সংস্থার অংশগ্রহণে ২৭ হাজার মিটিং আয়োজন করেছিল জাতিসংঘ। আর ১ হাজার ১০০ রিপোর্ট তৈরি করেছে সেক্রেটারিয়েট। ১৯৯০ সালের তুলনায় তা ২০ শতাংশ বেশি।

তিনি বলেন, ‘এই বিপুল সংখ্যক বৈঠক এবং রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ভেঙে পড়ার পথে ঠেলে দিচ্ছে।’

গুতেরেস আরও বলেন, ‘এই রিপোর্টগুলোর অনেকগুলোই তেমন পড়া হয় না। শীর্ষ ৫ শতাংশ রিপোর্ট ৫ হাজার ৫০০ বারের বেশি ডাউনলোড হয়। আর প্রতি পাঁচটির মধ্যে একটি রিপোর্টের ডাউনলোড সংখ্যা ১ হাজারেরও নিচে। আর ডাউনলোড মানেই পড়া নয়।’

জাতিসংঘ টানা সপ্তম বছরের মতো আর্থিক সংকটে পড়ার পর, চলতি বছরের মার্চে গুতেরেস ‘ইউ৮০ টাস্কফোর্স’ চালু করেন। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে, ১৯৩টি সদস্য রাষ্ট্রের সবাই সময়মতো এবং সম্পূর্ণ অর্থে তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ করে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়