শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন

চীনা অপরাধ জগতের এক শীর্ষ নেতাকে ইতালির রোমে তার এক সঙ্গীসহ ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে।

ইতালির পুলিশের ধারণা, ইউরোপের দেশটিতে চীনা অপরাধ চক্রগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা আধিপত্যের দ্বন্দ্বের ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত সোমবার চীনা আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ নেতা ৫৩ বছর বয়সী ঝ্যাং দায়োং (আশেং নামেও পরিচিত ছিলেন) তার সঙ্গী ৩৮ বছর বয়সী গং শিয়াওকিংয়ের সঙ্গে রোমের পূর্বাঞ্চলীয় পিগনেতো এলাকায় তাদের বাসার সামনে মৃত অবস্থায় পড়ে ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ফ্লোরেন্সে একটি মামলার আসামি নাইঝোং ঝ্যাং-এর অধীনে কাজ করতেন ঝ্যাং দায়োং।

নাইঝেং-এর বিরুদ্ধে ইতালি, ফ্রান্স, জার্মানি ও স্পেনে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
অপরাধবিরোধী প্রসিকিউটররা জানিয়েছেন, ঝ্যাং ইউরোপের বিশাল একটি অংশে পণ্য বিতরণে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হুমকি ও সহিংসতার মাধ্যমে চীনা ব্যবসা মালিকদের ওপর চাপ সৃষ্টি করতেন।

প্রসিকিউটরদের মতে, দায়োং ইতালির রাজধানী রোমে অবৈধ জুয়া, উচ্চসুদের ঋণ কার্যক্রম এবং চাঁদাবাজি বা জোরপূর্বক আদায় সংক্রান্ত অপারেশন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ‘কোট হ্যাঙ্গার ওয়্যারস’ নামক সহিংস দ্বন্দ্বের যোগসূত্র থাকতে পারে— যা মূলত ফ্লোরেন্সের কাছে প্রাতো শহরকেন্দ্রিক চীনা অপরাধচক্রগুলোর মধ্যে লাভজনক ফ্যাশন লজিস্টিকস বাজার দখলের লড়াই।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়