শিরোনাম
◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা ◈ বাংলাদেশে কম্পনের পর কম্পন—কেন হচ্ছে, কী বলছে বিশেষজ্ঞরা ◈ চরম নাটকীয়তার পর পাকিস্তানের কাছে সুপার ওভারে হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশকে কর্মী নিয়োগ নিয়ে সুখবর দিল সৌদি আরব ◈ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে, আগামী ১২ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ: ডা. সিদ্দিকী (ভিডিও) ◈ যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল! ◈ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণা নিয়ে চরম রাজনৈতিক উত্তেজনা ◈ বিজয় দিবসকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ নেতাকে ফিল্মি স্টাইলে খুন

চীনা অপরাধ জগতের এক শীর্ষ নেতাকে ইতালির রোমে তার এক সঙ্গীসহ ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয়েছে।

ইতালির পুলিশের ধারণা, ইউরোপের দেশটিতে চীনা অপরাধ চক্রগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা আধিপত্যের দ্বন্দ্বের ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত সোমবার চীনা আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ নেতা ৫৩ বছর বয়সী ঝ্যাং দায়োং (আশেং নামেও পরিচিত ছিলেন) তার সঙ্গী ৩৮ বছর বয়সী গং শিয়াওকিংয়ের সঙ্গে রোমের পূর্বাঞ্চলীয় পিগনেতো এলাকায় তাদের বাসার সামনে মৃত অবস্থায় পড়ে ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ফ্লোরেন্সে একটি মামলার আসামি নাইঝোং ঝ্যাং-এর অধীনে কাজ করতেন ঝ্যাং দায়োং।

নাইঝেং-এর বিরুদ্ধে ইতালি, ফ্রান্স, জার্মানি ও স্পেনে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।
অপরাধবিরোধী প্রসিকিউটররা জানিয়েছেন, ঝ্যাং ইউরোপের বিশাল একটি অংশে পণ্য বিতরণে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি হুমকি ও সহিংসতার মাধ্যমে চীনা ব্যবসা মালিকদের ওপর চাপ সৃষ্টি করতেন।

প্রসিকিউটরদের মতে, দায়োং ইতালির রাজধানী রোমে অবৈধ জুয়া, উচ্চসুদের ঋণ কার্যক্রম এবং চাঁদাবাজি বা জোরপূর্বক আদায় সংক্রান্ত অপারেশন পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে ‘কোট হ্যাঙ্গার ওয়্যারস’ নামক সহিংস দ্বন্দ্বের যোগসূত্র থাকতে পারে— যা মূলত ফ্লোরেন্সের কাছে প্রাতো শহরকেন্দ্রিক চীনা অপরাধচক্রগুলোর মধ্যে লাভজনক ফ্যাশন লজিস্টিকস বাজার দখলের লড়াই।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়