শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর মরদেহ নর্দমায় ফেলে এসে তৃতীয় বিয়ে!

স্ত্রীকে খুন করে নর্দমায় মরদেহ ফেলে এসেছিলেন। বাড়ি ফিরে কয়েক দিনের মধ্যে আবার বিয়েও করেন। অবশেষে গ্রেপ্তার করা হলো সেই যুবককে। ছয় সন্তানের সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, তিনি ভারতের বেঙ্গালুরুতে দ্বিতীয় স্ত্রীকে খুন করেন। তারপর বিহারে ফিরে এসে তৃতীয় বার বিয়ে করেন।

বেঙ্গালুরুর সারজাপুর থানা এলাকায় কিছু দিন আগে এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, ওই নারীর নাম রুমেশ খাতুন (২২)। গত ১১ নভেম্বর তাকে তার স্বামী গলা টিপে খুন করেন। খুনের পর তার হাত এবং পা তার দিয়ে বাঁধা হয়। তারপর মরদেহ ফেলে দেওয়া হয় নর্দমায়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম নাসিম। তিনি বিহারের বাসিন্দা। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের চার সন্তান ছিল তার। দ্বিতীয় পক্ষে আরও দুই সন্তান হয়। এই ছয় সন্তানকে সঙ্গে নিয়ে যুবক বেঙ্গালুরুতে থাকছিলেন। স্ত্রীর সঙ্গে নিত্য অশান্তি লেগে থাকত তার। নানা কারণে ঝগড়া করতেন। রাগের মাথায় স্ত্রীকে খুন করেন যুবক। ছয় সন্তানকে নিয়ে তার পরেই চলে যান বিহারে। সেখানে আরও একবার বিয়ে করেন।

মহিলার মরদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। তাকে শনাক্ত করা হলে তদন্তকারীরা জানতে পারেন, তার স্বামী নিখোঁজ। মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরে মুজাফ্‌ফরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়