শিরোনাম
◈ ঢাকায় জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস ◈ বিদ্রোহী প্রার্থী সামাল দিতে পারবে বিএনপি? ◈ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, এক আসনে লড়ছেন ২৪ জন ◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৯:৪১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলায় ভুখণ্ড বা আকাশসীমা ব্যবহারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় দেশগুলোর হুঁশিয়ারি

সাজ্জাদুল ইসলাম: [২] উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলো ইসরায়েলে সম্ভাব্য ইরানি হামলার মধ্যে এ হুঁশিয়ারি জানানোর মধ্যে তারা মার্কিন ঘাঁটি স্থাপন চুক্তির ব্যাপারে প্রশ্ন তুলেছে।

[৩] মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মিডলইস্টআই এখবর জানিয়েছে। সূত্র বলেছে, ইরান ইসরায়েলে হামলা চালালে যুক্তরাষ্ট্র তার পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানে হামলা চালাতে তাদের ভুখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

[৪] নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কর্মকর্তা মিডলইস্টআইকে বলেন, মার্কিন উপসাগরীয় মিত্র দেশগুলো ইরান ও তার প্রক্সিদের প্রতিশোধ হামলা থেকে রেহাই পেতে দিন অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

[৫] তেল সমৃদ্ধ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা এসব মোতায়েন সেনা ছাড়া তাদের আকাশসীমা দিয়ে মার্কিন যুদ্ধবিমানকে ইরানে হামলা চালাতে দেবে না।

[৬] বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বহুদশক ধরে ইরানে কাছে অবস্থিত এসব দেশে ঘাঁটি গেড়ে বলে আছে যা ইরানে হামলা চালানোর জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান বলে বিবেচিত হয়ে আসছে।

[৭] আরব দেশগুলোতে ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। সেখানে দেশটির বহু নৌ ও বিমান ঘাঁটি রয়েছে। সৌদিতে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে এফ-১৬ ও এফ-৩৫, আমিরাতের আল-ধাপরা ঘাঁটিতে এমকিউ-৯ রিপার ড্রোন ও জঙ্গীবিমান এবং কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে বহু জঙ্গীবিমান ও ড্রোন মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়