শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই রোববার ( ১১‌মে ) রা‌তে। এই ম্যাচ জিতলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বা‌র্সেলোনার। অন্যদিকে কার্লো আনচেলত্তির শিষ্যরা জিতলে তাদের আশা বেশ ভালোভাবেই টিকে থাকবে। কিন্তু চলতি মৌসুমে দু’দলের মুখোমুখি লড়াইয়ের হিসেবে একদমই স্বস্তিতে নেই রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে তিন ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোটি বার্সেলোনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল।

এই ম্যাচ জিতলে রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। পরের ম্যাচ জিতলে দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিজেদের করে নেবে তারা, কারণ নিজেদের শেষ দুই ম্যাচে রিয়াল জিতলেও বার্সার পয়েন্টকে টপকাতে পারবে না।
অন্যদিকে রিয়াল এই ম্যাচে জিতলে দু’দলের পয়েন্টের ব্যবধান কমে হবে ১। এক্ষেত্রে শিরোপা দৌড়ে টিকে থাকলেও তাদের আশায় থাকতে হবে বার্সেলোনা যেন কোনো এক ম্যাচে পয়েন্ট হারায়। এছাড়াও নিজেদের শেষ তিন ম্যাচে পুরো ৯ পয়েন্টই পেতে হবে এমবাপ্পে-ভিনিসুসদের। তবেই ৩৮ ম্যাচ শেষে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে শিরোপা ধরে রাখতে পারবে রিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়