শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১১:৫২ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও)

ওটিটি প্ল্যাটফর্মের টুকটাক যারা খোঁজ রাখেন, তাদের কাছে বেশ পরিচিত নাম নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। ‘তাকদীর’ ও ‘কারাগার’-এর পর এবার তিনি হাজির হচ্ছেন আরেক সিরিজ ‘গুলমোহর’ নিয়ে। এরইমধ্যে কাস্টিংয়ের জন্যই সিরিজটি তুমুল আলোচনায়। কারণ সিরিজে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

চরকি’র সৌজন্যে অনলাইনে আড্ডার সুযোগ হয় শাশ্বতের সঙ্গে। তিনি বাংলাদেশে তার প্রথম আসার স্মৃতি তুলে ধরেন।

বলেন, আকাশপথে ওপর দিয়ে বহুবার গিয়েছেন। কিন্তু বাংলাদেশে আসা হয়নি। প্রথমবার এসেই তিনি আতিথিয়তায় মুগ্ধ।

শাশ্বত বলেন, এয়ারপোর্টে দু’জন কর্মকর্তা জিজ্ঞেস করেছিল, কেন এসেছেন। শ্যুটিংয়ের জন্য এসেছেন জানালে শুরুতে তারা নাকি বলেন, বাংলাদেশে ঢুকতে দেবে না। পরে বলেন, চা না খেলে বাংলাদেশে ঢুকতে দেবেন না। এমন আতিথিয়তা দিয়ে বাংলাদেশে ঢোকেন বলে জানান তিনি।

তিনি বলেন, একসময় কলকাতায় অ্যান্টেনায় বুস্টার লাগালে বাংলাদেশ টেলিভিশন দেখা যেত। তখন থেকে এদেশের টিভি নাটকের সঙ্গে পরিচয় তার। খুব ভালো ভালো নাটক হতো বলে মন্তব্য করেন তিনি।

জানা গেছে, ‘গুলমোহর’ সিরিজের গল্প শুনেই রাজি হয়ে যান কলকাতার এ অভিনেতা। যেটির মাধ্যমে প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখা যাবে শাশ্বতকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়