বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী করিডরে চীনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এটি মূলত জাতিসংঘের একটি উদ্যোগ বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ-চীন পাঁচ দশক সম্পর্ক পূর্তিতে এক সভায় যোগ দিয়ে তিনি বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করতে চীন প্রস্তুত তবে এই প্রকল্পের সিদ্ধান্ত বাংলাদেশের। প্রকল্পটি দ্রুতই শুরু হবে বলে আশা করছে চীন।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিকভাবে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারে বলে মনে করে চীন। স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে চীন। একইসাথে রোহিঙ্গা সংকট সমাধানের শেষ পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে চীন।