শিরোনাম
◈ অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই পরিবারের নিহত ৪ (ভিডিও) ◈ আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ◈ গোপন বার্তা: উত্তেজনা বাড়াতে চায় না ভারত, দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের যোগাযোগ ◈ ভারত-পাকিস্তানের কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় রাতভর গোলাগুলি ◈ বাংলাদেশ-মিয়ানমার 'মানবিক করিডর' ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো চীন ◈ পাকিস্তানকে কোণঠাসা করতে কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছে ভারত ◈ মৌলভীবাজার সীমান্তে আটক ১৫, জড়ো হয়েছেন আরও অনেকে ◈ সাবেক এমপি হাবিবের ভাই নাদিম গ্রেফতার ◈ বাবার লাশ নিতে চলে আসুন: সাভারে বাবাকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ তরুণীর ◈ ভুয়া ভিডিও আর গুজবে উত্তপ্ত ভারত-পাকিস্তান সংঘাত!

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মুহূর্তে বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ (পুশইন) করানোর বিষয়টিকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ড. খলিল বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টির দিল্লির নোটিশে আনা হয়েছে। তাদের বলা হয়েছে- কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেতো। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রতিটি ‘পুশ-ইন’ এর ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় শতাধিক মানুষকে পুশ-ইনের ঘটনা ঘটেছে বলে বিজিবি’র মাধ্যমে রিপোর্ট পেয়েছে সরকার।

কুড়িগ্রামে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের রৌমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে যে, বিএসএফ সদস্যরা তাদের বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে। ড. খলিল বলেন, আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। যদি প্রমাণ হয় তারা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা তাদের গ্রহণ করব। তবে এটি হতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। ‘পুশ-ইন’ কোনো অবস্থাতেই সঠিক পদ্ধতি নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়