ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে ভারতের রাজধানী নয়া দিল্লিতে সর্বদলীয় বৈঠকে দেশের প্রধান বিরোধী নেতারা সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চালানো বিমান হামলার বিষয়ে বিরোধী দলগুলিকে অবহিত করেন।
সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি আরও বলেন, বিরোধী নেতারা এ বিষয়ে নানা পরামর্শও দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংবাদ সংস্থা এএনআই’কে জানান, সরকার বলেছে- কিছু বিষয় জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা প্রয়োজন। আমরা সবাই বলেছি, আমরা সরকারের পাশে আছি।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি জানান, তিনি পরামর্শ দিয়েছেন যে, ভারত যেন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালায়। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’কে ভারত গত মাসে পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জন্য দায়ী করেছে। ভারত সরকারের মতে, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট হলো পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা’র একটি শাখা। একে জাতিসংঘ সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।