শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও)

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দলের নেতাকর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। কেউ বিভিন্ন মামলা মাথায় নিয়ে পলাতক রয়েছেন, কেউ বিদেশে পালিয়েছেন। এ অবস্থার মধ্যে একজন বাংলাদেশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিসএফকে শাসিয়ে বলছেন, এখানে (বাংলাদেশ) হাসিনা নেই। আপনাদের ইচ্ছেমতো সব হবে না। 

সিলেট সীমান্তে সম্প্রতি ঘটেছে এমনই এক ঘটনা, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে ঘটনাটি ঠিক কত তারিখের, তা জানা যায়নি। 

ভিডিওতে দেখা যায়, বাঁশ হাতে বাংলাদেশিরা বিএসএফের সঙ্গে কথা বলছে। কথোপকথনের এক পর্যায়ে তারা বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এ সময় একজন বাংলাদেশিকে বলতে শোনা যায়, আপনাদের গায়ে হাত তোলা না হলেও আপনারা বন্দুক কেন তাক করলেন?

তিনি আরও বলেন, এই পাশে (বাংলাদেশে) এখন হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) নেই। আপনাদের ইচ্ছেমতো সব হবে না। 

এদিকে, বুধবার (৭ মে) ভোরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশ-ইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

তিনি বলেন, আমরা প্রতিটি কেস আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমাদের দেশের নাগরিক যদি কেউ হয়ে থাকেন, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তাদের আমরা গ্রহণ করবো। তবে এটা ফরমাল চ্যানেলে হতে হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়।

প্রসঙ্গত, ৬৬ ভারতীয়কে বাংলাদেশে ‘পুশ-ইন’ করার পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশও।  উৎস: আরটিভি অনলােইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়