গাছে আম পাকলেই পাড়া যাবে, থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার
মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে গাছে আম পাকলেই পাড়া যাবে। আম পাড়ার জন্য এবার থাকছেনা কোন দিনক্ষণ। চলতি মৌসুমে আম পড়ার সময়সীমা নির্ধারণ করেনি স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে আম ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন এবং বাজারজাতকরণের লক্ষ্যে স্থানীয় প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন,' গেল দুই বছর এই জেলা আম পাড়ার কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। আগের বছরের মত এবছরও এই জেলা আম পাড়ার জন্য কোন 'ম্যাংগো ক্যালেন্ডার' প্রণয়ন করা হবে না। অর্থাৎ আম যখন পরিপক্ব হবে, কৃষক ভায়েরা, আম চাষিরা যখন বুঝবেন আম পরিপক্ব হয়েছে তখনই গাছ থেকে আম পাড়বেন। এক্ষেত্রে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন তাদের সহযোগিতা করবে। পাশাপাশি গাছ থেকে কেউ যাতে অপরিপক্ক আম নামাতে না পারে সে ব্যাপারে জেলা প্রশাসনের নজরদারী থাকবে'।
সভায় জানানো হয়, আম বাজারে নামানোর ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জে আগে অনিয়ম দেখা দেয়নি। এই জেলায় অপুষ্ট বা অপরিপক্ক আম গাছ থেকে পাড়া হয়না বা বাজারে নামানো হয়না এমন অভিজ্ঞতার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মনজুরে মাওলা, রাজশাহী রেলের ডেপুটি চিফ কমার্সিয়াল ম্যানেজার আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, আম উদ্যোক্তা আহসান হাবীব, ইসমাইল খান শামীমসহ অন্যরা।
উল্লেখ্য জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় চলতি মৌসুমে ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।