স্পোর্টস ডেস্ক: আগে থেকেই শঙ্কা ছিল কলম্বোতে হানা দিতে পারে বৃষ্টি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ষষ্ঠ ওয়ানডে চলাকালীন এসেছে বৃষ্টি। যার কারণে শেষ পর্যন্ত ম্যাচে রেজাল্ট আসেনি। বাধ্য হয়ে ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেছে।
ফলে লাভ হয়েছে আজিজুল হাকিম তামিমের দলের। ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচ শ্রীলঙ্কা জিতলে ট্রফি ভাগাভাগি করতে হতো। --- ডেইলি ক্রিকেট
এদিন কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ যখন ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে তখন নামে বৃষ্টি। অধিনায়ক তামিম খেলেছেন ৯৪ রানের ইনিংস।
শেষ পর্যন্ত তুমুল বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। সিরিজ জিতেছে বাংলাদেশ।