ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার ছাত্রদলকর্মী ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা যায়, সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদের মাস্টার্সের শিক্ষার্থী। বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।
নিহতের সহপাঠীদের ভাষ্যমতে, টিএসসি সংলগ্ন মন্দিরের গেটে বহিরাগতদের সাথে সংঘর্ষ বাধে তার। এ সময় কেউ সাম্যকে গুরুতর যখম করে পালিয়ে যায়। তার মরদেহ ঢামেকের ইমার্জেন্সি বিভাগের করিডোরে রয়েছে।
সহপাঠীরা আরও জানান, রাত আনুমানিক ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে যাওয়ার সময় ভিকটিমের বাইক আরেকটি বাইকে লাগে। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তি হয়। একপর্যায় অজ্ঞাত ব্যক্তিরা ভিকটিমকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানে আঘাত করে। এতে গুরুতর অবস্থায় তাকে ১২টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জানান, সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ অবগত আছে।